শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা-ঢাকা-আগরতলা পরীক্ষামূলক বাস সার্ভিস আখাউড়া হয়ে আগরতলা

news-image

কলকাতা-ঢাকা-আগরতলা পরীক্ষামূলক বাস সার্ভিসের দু’টি বাস আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা পৌছেছে। এর আগে সকাল সাড়ে ৭টায় বাসটি ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ১২টার দিকে আখাউড়া স্থল বন্দরে পৌছায়। পরে ইমিগ্রেশেনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টায় বাস সার্ভিসের নেতৃত্বে থাকা প্রতিনিধি দলটি আগরতলায় পৌছে। এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল ও ভারতের পক্ষে আগরতলা সিটি কর্পোরেশনের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা তাদের স্বাগত জানায়।
পরীক্ষামূলক এ বাস সার্ভিসে বাংলাদেশের পক্ষে সেতু ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফ খানের নেতৃত্বে ৯ সদস্য ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ পরিবহন অধিদপ্তরের চীফ সেক্রেটারি আলাপন বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন।
আগামীকাল সকাল ৬টায় আগরতলা কৃষ্ণনগর বাস টার্মিনাল থেকে পুনরায় বাস সার্ভিস টি বাংলাদেশ ফিরে আসার কথা রয়েছে। এ বাস সার্ভিসের ফলে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আগরতলা যেতে ৫১৩ কিঃমিঃ পথ অতিক্রম করতে হবে যেখানে ভারত নিজেদের ভূখন্ড ব্যবহার করে আগরতলা থেকে কলকাতা যেতে অতিক্রম করতে হয় ১৬৭৫ কিঃমিঃ পথ।

 

 

এ জাতীয় আরও খবর