বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপহরনের ২২ ঘন্টা পর পালিয়ে জীবন বাঁচিয়েছে স্কুল ছাত্র রনি

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইল থেকে অপহরনের ২২ ঘন্টা পর কৌশলে কোন রকমে পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছে অষ্টম শ্রেণির ছাত্র সৈয়দ মাহবুবুর রহমান রনি (১৩)। উপজেলার আইরল গ্রামের ব্যবসায়ি সৈয়দ হাবিবুর রহমানের তিন মেয়ে এক ছেলে। রনি সবার বড়। সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রনি। গত রোববার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রনিকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। তাদের কবল থেকে পালিয়ে গতকাল ভোর পাঁচটায় রনি আশ্রয় নেয় ঢাকায় তার চাচার বাসায়। পরিবার ও অপহৃত রনি জানায়, তারা সরাইল সদরের প্রাত:বাজার এলাকায় নিজেদের বাড়িতে থাকে। বিশেষ প্রয়াজনে গত ৫-৬ দিন ধরে আইরল গ্রামের বাড়িতে বসবাস করছেন। গত রোববার সকাল সাড়ে ৬টায় স্কুলে যাওয়ার জন্য ড্রেস পড়ে বই খাতা নিয়ে গ্রামের বাড়ি থেকে বাই সাইকেলে রওয়ানা দেয় রনি। বড্ডাপাড়া রাহমাতুল্লিল আল- আমীন আলীয়া মাদ্রাসার কাছে আসার পর একটি মাইক্রো থেকে নেমে তিন যুবক রনির গতিরোধ করে। তারা রনিকে বিশ্রাম নিতে বলে। কিচ’ক্ষণ পর একটি সিএনজি অটোরিক্সা আসে। তিন যুবক জোর করে রনিকে ওই সিএনজিতে উঠায়। আর তার সাইকেলটি সড়কের পাশের একটি গাছে ঠেস দিয়ে রাখে। মুখের ঘাম মুছার কথা বলে রনিকে একটি রোমাল দেয়। রনি ওই রোমাল দিয়ে ঘাম মুছতে চায়নি। তারা রনির মুখে রোমালটি দিয়ে ঘষা দেয়। এরপর আর কিছু বলতে পারেনি রনি। সামন্য জ্ঞান আসার পর রনি বুঝতে পারে সে ট্রেনে।  তাকে ধরে বসে আছে এক যুবক। ভোর চারটায় গিয়ে নামে ঢাকার কমলাপুরে। রনিকে নিয়ে ওই যুবক এদিক সেদিক ঘুরছে। রনিও আস্তে আস্তে নিশ্চিত হয়েছে যে সে তখন ঢাকায় আর এখন তারা তিন জন নয়, মাত্র একজন। তার মনে সাহস সঞ্চার হয়। মনে ফন্দি আটে। হঠাৎ যুবকটির অন্য মনস্কের সুযোগে দ্রুত দৌঁড়ে সটকে পড়ে রনি। আগে কয়েকবার যাওয়ার সুবাদে জায়গাটি ছিল রনির পরিচিত। ভোর সাড়ে পাঁচটার দিকে রনি তার ছোট চাচা মোতাহার হোসেনের শান্তি নগরের বাসায় গিয়ে আশ্রয় নেয়। অসময়ে রনির আগমনে বাসার সকলেই আশ্চর্য ও হতবাক হয়ে যান। পরে পুরো ঘটনার বর্ণনা করে রনি। ওদিকে রাত ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় ভেঙ্গে পড়েন রনির বাবা মা। অবশেষে রাত ১০টায় সরাইল থানায় একটি জিডি করেন রনির বাবা দুলাল মিয়া। গতকাল সকালে ঢাকা থেকে রনিকে পাওয়ার ফোন আসলে রনির পরিবারে স্বস্থ্যি ফিরে আসে। হাঁসি ফিরে আসে শোকে কাতর মা বাবা দাদা দাদু সহ পরিবারের সবার মুখে। রনি শিখিয়েছে অপহরনের পর বাঁচতে সাহসের প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

নতুন ট্রেন্ড ‘মাউথ টেপিং’ কি জেনে-বুঝে করছেন?

৬০০ বছর আগের বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান সম্ভব?

ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি : এনসিপি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে