শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরন

news-image

বিশেষ প্রতিনিধি : রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্য়ায় এর আওতায় ৩০ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা কে, এম বদরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর আশরাফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের। অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে ৩০% হারে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) মাধ্যমে প্রায় ৩৬ লক্ষ টাকার পাওয়ার টিলার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষি ও কৃষকেদের জন্য কাজ করছেন।

এ জাতীয় আরও খবর