বিজয়নগরে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি : শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল প্রায় সাড়ে ৬টার দিকে পত্তন ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রীপুর বাজারে সেন্টু মিয়ার নির্মানাধীন দোকানের সিলিং এর বাঁশে রশি দিয়ে অজ্ঞাত (৭৫) এর এক ব্যক্তি ঝুলন্ত লাশ দেখতে পায়। বিজয়নগর থানা পুলিশ খবর পেয়ে সকাল প্রায় সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।