বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের ভিসার জন্য যেতে হবে না হাইকমিশনে

news-image

টিপস ডেস্কবাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের সামনে এক ভাষণে ভারতের নতুন চালু করা ইলেকট্রনিক ভিসা পদ্ধতিতে বাংলাদেশকে অন্তর্ভুক্তির ঘোষণা দেবেন। এর ফলে বাংলাদেশিরা অনলাইনে আবেদন করে এক মাস মেয়াদের ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। যেতে হবে না ভারতীয় হাইকমিশন বা ভিসা সেন্টারে। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের জনগণের কাছে ভারতের পজেটিভ ইমেজ তৈরির অংশ হিসেবেই ট্যুরিস্ট ভিসার ভোগান্তি দূর করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এ জন্যই গত বছরের নভেম্বরে চালু করা বিশ্বের ৪৫ দেশের নাগরিকদের জন্য ভারতের ইলেকট্রনিক ভিসা সিস্টেমে বাংলাদেশও অন্তর্ভুক্ত হচ্ছে। এই পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হবে। সেখানেই ছবি ও পাসপোর্টের কপিসহ অন্যান্য তথ্য আপলোড করতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬০ মার্কিন ডলার বা পাঁচ হাজারের কিছু কম টাকা ভিসা ফি পরিশোধ করতে হবে। তখন ফিরতি ই-মেইলে একটি ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ইটিভি) ভিসার কপি চলে আসবে। এই কপি দেখিয়ে আবেদনের চার দিন পর থেকে ৩০ দিনের মধ্যে ভারতের নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, কোচিন, গোয়া, হায়দ্রাবাদ ও ট্রিভানড্রাম এ নয়টি বিমানবন্দরের যে কোনো একটি দিয়ে প্রবেশ করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই রিটার্ন এয়ার টিকিট ও পর্যাপ্ত অর্থ জমা দেখাতে হবে। ভারতে প্রবেশের পর থেকে মোট ৩০ দিন মেয়াদ থাকবে। বছরে দুবার এমন ভিসায় ভারতে ভ্রমণ করা যাবে। জানা যায়, সর্বশেষ চীন সফরে গিয়ে নরেন্দ্র মোদি চীনা নাগরিকদের জন্য এ ভিসার ঘোষণা দেন। এর আগে গত নভেম্বরে ৭৫টি দেশের জন্য এই সুবিধা দিয়েছিল ভারত। এখন বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৭৭-এ। অবশ্য ২০১৬ সালের মধ্যে এই সংখ্যা ১৫০-এ উত্তীর্ণ করতে যাচ্ছে ভারত। এতদিন বাংলাদেশিদের ভারতীয় ভিসার জন্য বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অনলাইনে ই-টোকেন পেয়ে সাক্ষাৎকারের তারিখের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। অবশ্য সম্প্রতি এই ভোগান্তি কমাতে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য ভিসার জন্য সাক্ষাৎকারের সময় ছাড়াই ভিসা সেন্টারে জমা দেওয়ার নিয়ম চালু করেছিল ভারত। এখন ট্যুরিস্ট ভিসার জন্য নতুন নিয়মে আগের তুলনায় অর্থ বেশি লাগলেও ভ্রমণেচ্ছুদের ভোগান্তি পুরোপুরি লাঘব হবে। এক্ষেত্রে নয়াদিল্লির এক কূটনীতিকের মন্তব্য, মোদি ক্ষমতায় এসে বাংলাদেশিদের ভারতের প্রবেশ নিষিদ্ধ করবেন বলে অপপ্রচার চালানো হয়েছিল। এখন উল্টো সহজেই ভারতে প্রবেশাধিকার পেতে যাচ্ছে বাংলাদেশিরা। কারণ নরেন্দ্র মোদি চান বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে।

এ জাতীয় আরও খবর

সোনার দাম আরও বাড়লো, ভরি ১৪০২৭১ টাকা

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

রাজশাহী সীমান্ত দিয়ে ঢুকছে গান পাউডার-আগ্নেয়াস্ত্র

চিন্ময়ের জামিন শুনানি : জেলা পিপির নির্দেশনা নিয়ে তোলপাড়!

মিয়ানমারে সংঘাত : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন

ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির দাওয়াত