মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিবেদক জেলা নাগরিক ফোরামের উদ্যোগে বিদায়ী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৪ শে মে) সন্ধ্যায় শহরের কুমারশীল মোড়স্থ আমিন কনভেন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)।
জেলা নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মদ বজলুর রহমান, সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম ও সামাজিক আন্দোলনের সভাপতি সুমেশ চন্দ্র রায় । জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনা ও স্মৃতি সবুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ,জেলা মুজিব সেনার সভাপতি শাহ আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র রায়, শিল্পী সংসদের সভাপতি সাংবাদিক আল আমিন শাহীন, সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক একেএম শিবলী, সমাজ সেবক কমরেড মোঃ নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি এড.এনামুল হক কাজল প্রমুখ। বক্তারা পুলিশ সুপার মনিরুজ্জামানের কর্ম জীবনে আরো উন্নতি কামনা করে বলেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে যেভাবে সেবা দিয়েছেন আগামী দিনে আরো বড় স্তরে গিয়ে সারা দেশের মানুষের জন্যে সেবা করবেন আমরা সেই প্রত্যাশা করছি। 
অনুষ্ঠানে বক্তব্যে সংবর্ধিত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসার কাছে আমি ঋনী। এ জেলায়  কর্মরত থাকাকালে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাবাসী আমাকে অনেক সহযোগীতা করেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।
পরে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বিদায়ী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ জাতীয় আরও খবর

গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির