কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লাকে বিভাগ করা হবে। এখানে আমি ১৯৯৬ সালে ইপিজেড প্রথম করেছিলাম। মেঘনার হাত থেকে রক্ষা করতে বাধ নির্মাণ করেছিলাম। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ।
সেমাবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কাজী নজরুলকে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। নজরুলের কবিতা থেকেই বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ ধ্বনি নিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কবির পরিবারকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন। কবি নজরুলের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন ববস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ দিয়ে যাচ্ছি। এছাড়া এদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে হবে।