নাসিরনগর উপজেলা মহিলা সংরক্ষিত আসনে নিবার্চন ১৫ জুন
স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৪টি সদস্য পদের নিবার্চন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গত ১২ মে তফসিল ঘোষনা করা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২১ মে । ওই দিন ৪টি পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত শনিবার বাছাইয়ে ১১ জন প্রার্থী বৈধ বলে ঘোষনা করা হয়। আগামী ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট ১৩ টি ইউনিয়নের ৩৯ জন মহিলা সদস্য ১৫৬ টি ভোট দিতে পারবে। ৪র্থ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ১ নং সংরক্ষিত আসনে চাতলপাড় ইউনিয়নের শাবানা বেগম,গোয়ালনগর ইউনিয়নের মোছা: তাছলিমা বেগম,ভলাকুট ইউনিয়নের সাজু বেগম, ২নং সংরক্ষিত আসনে নাসিরনগর সদর ইউনিয়নের গোলবাহার বেগম, বুড়িশ্বর ইউনিয়নের মোছা: ফুলমালা বেগম, নাসিরনগর সদর ইউনিয়নের পুতুর রানী দাস, ৩নং সংরক্ষিত আসনে হরিপুর ইউনিয়নের শাহেনারা বেগম, গোর্কণ ইউনিয়নের হাসনা হেনা (হোসেন) ও ৪নং সংরক্ষিত আসনে গুনিয়াউক ইউনিয়নের নাজমা আক্তার,ধরমন্ডল ইউনিয়নের মোছা: জরিনা বেগম ও চাপরতলা ইউনিয়নের আলেয়া বেগম।