বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের অবৈধভাবে বিদেশ যাত্রার প্রধান রুট বাংলাদেশ (ভিডিও)

news-image

কক্সবাজারের উখিয়া উপজেলার তাইপালং এলাকার বাসিন্দা হোসেন আহমদ। তার দাবি, পরিবারের সবাই বাংলাদেশের নাগরিক। তাদের রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। হোসেন আহমদ বলেন, ‘ভোটার তালিকায় নাম, জাতীয় পরিচয়পত্রসহ সব কাগজপত্রই আমাদের আছে, গত ৪৫-৫০ বছর ধরে আমরা এখানে বসবাস করছি।’

তার ছেলে ছৈয়দুল আমিন বলেন, ‘২০০৮ সালে সেনাবাহিনীর মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর আমরা আইডি কার্ড পেয়েছি।’

শুধু হোসেন আহমদের পরিবার নয়, জাতীয় পরিচয়পত্র থাকায় একই এলাকার দিলদার বেগম ও মো. শফি দাবি করেছেন তারা বাংলাদেশি। তবে স্বীকার করেছেন তারা মিয়ানমার থেকে এসেছেন।

দিলদার বেগম বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়ায় থাকেন, আমরা জাতীয় পরিচয়পত্র করে নিয়ে এখানে বসবাস করছি।’

মো. শফি বলেন, ‘আমরা এখানকার নাগরিক হয়ে বসবাস করছি।’

দীর্ঘদিন ধরে এ দেশের কিছু দালাল ও জনপ্রতিনিধিদের মাধ্যমে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন এখানে। আর এভাবেই অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রধান রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে মিয়ানমারের রোহিঙ্গারা।

স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশকে ব্যবহার করে রোহিঙ্গারা পাড়ি জমাচ্ছে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

স্থানীয় কয়েকজন বলেন, ‘মিয়ানমার থেকে এখানে এনে রাতের আঁধারে মালয়েশিয়া পাচার করা হয়। কেউ কেউ এখানকার চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে ভোটার হয়েছেন।’

জেলার পুলিশ কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের দাবি, সম্প্রতি সাগরপথে অবৈধভাবে যারা মালয়েশিয়া যাচ্ছে তাদের সিংহভাগই রোহিঙ্গা।

এ ব্যাপারে উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার বলেন, ‘তারা সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িয়ে পড়ছে। স্থানীয় অপরাধী চক্র অল্প টাকায় তাদের বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সব জায়গাতেই ট্রলারে করে যাচ্ছে রোহিঙ্গারা।’

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি মাহামুদুল হক চৌধুরী এর মতে, রোহিঙ্গাদের কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা বাংলাদেশি পাসপোর্টসহ ধরা পড়ছে, এতে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, কক্সবাজারের ২টি শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩২ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তবে সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয়, এর বাইরে আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছে।

তথ্য: সময় টিভি

এ জাতীয় আরও খবর