শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশ ও জাতির কল্যাণ ও বিশ্বে মর্যাদা বৃদ্ধির জন্য স্কাউটিং আন্দোলন জোরদার করতে হবে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকদের দায়িত্ব ও সচেতনতা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধির যে স্বপ্ন তা পূরণের জন্য স্কাউটিং আন্দোলনের গুরুত্ব অপরিসীম। আজকের শিশু কিশোরদের সাধারণ শিক্ষার পাশাপাশি সহপাঠ হিসেবে স্কাউটিং এর শিক্ষা ও দীক্ষা দেয়ার আহাবান জানিয়ে তিনি বলেন ,যারা স্কাউটিং করবে তারা সমাজ বিরোধী কাজ করবে না। স্কাউটিং এর শিক্ষা দায়িত্ব সম্পন্ন হওয়ার, আত্ম মর্যাদাশীল ও  দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণের জন্য স্কাউটিং আন্দোলন জোরদার করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ স্কাউটস বিভিন্ন কল্যাণ ও বাস্তবমূখীমূখী কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রতিটি স্কুল কিন্ডার গার্টেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ আন্দোলন গতিশীল করতে তৃণমূল পর্যন্ত ব্যাপক কর্মসূচী চলছে। এ কর্মসূচী সফলের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস (এক্সটেনশন ) স্কাউটিং বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভার উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ স্কাউটসএর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজু। বক্তব্য রাখেন জাতীয় উপকমিশনার (স্পেশাল ইভেন্ট) মোঃ মনিরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। সঞ্চালনায় ছিলেন স্কাউটার আল আমীন শাহীন। দিনব্যাপী এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন ও কর্মসূচী পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের জাতীয় উপ কমিশনার এক্সটেনশন ও স্কাউটিং আই কে সেলিম উল্লাহ খোন্দকার, আঞ্চলিক উপ কমিশনার (কাব) এবিএম আবুল হাশেম, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মোঃ আবদুল আউয়াল, জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ সাইফুল ইসলাম,এক্সটেনশন স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সদস্য শারমিন নাসিমা বানু,বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আবুল খায়ের,কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ,উপ পরিচালক এক্সটেনশন স্কাউটিং মোসাঃ মাহফুজা পারভীন সহ জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা