বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় গ্যাস সংযোগের নামে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমের ঠিকাদারী প্রতিষ্ঠান রাব্বী এন্টারপ্রাইজ ভুক্তভোগীদের বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা

news-image

বিশেষ প্রতিনিধি : কসবার সালদা গ্যাস ক্ষেত্র এলাকায় প্রায় দু’কোটি টাকা হাতিয়ে নিয়েও ৩শ পরিবারে গ্যাস সংযোগ দিচ্ছেনা কুমিল্লার ঠিকাদারী প্রতিষ্ঠান রাব্বী এন্টারপ্রাইজের সত্বাধিকারী হেলাল উদ্দিন ভুইয়া ও তার ছোট ভাই বিল্লাল হোসেন ভুইয়া। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বায়েক ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ওই সকল গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন শেষে এক প্রতিবাদ সভা করে এবং অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে অতিরিক্ত টাকা ফেরত দানের জন্য দাবী জানায়। কুল্লাপাথর গ্রামের গোলাম মস্তোফা জানান, ৪’শ পরিবার থেকে প্রতি চুলার জন্য ৬০ হাজার থেকে ১ লাখ টাকা গ্রহণ করেছে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। এর মধ্যে ১শ টি পরিবারকে ১শ টি চুলা সংযোগ দেয়া হলেও বাকী ৩শ পরিবারে গ্যাস সংযোগ না দিয়ে আরো টাকা দাবী করছে। ইতোমধ্যে কেউ কেউ ১০ হাজার থেকে ২০ হাজার টাকা দিয়েছে। আবার অনেকেই এই টাকা না দিয়ে এর প্রতিবাদ করছে। অথচ ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রতি চুলার জন্য ৪হাজার ৫শ টাকার রশিদ কিছু কিছু গ্রাহকদের দেয়া হয়েছে। জয়দেবপুর গ্রামের মো. এয়ার লতিফের নিকট থেকে ৬০ হাজার টাকা হেলালের ছোট ভাই বিল্লাল গ্রহণ করে। এরপরও আরো ১০ হাজার টাকা দাবী করে বলেন, টাকা না দিলে সংযোগ দেয়া হবে না। কোল্লাপাথর গ্রামের মো. শাহআলম জানান তার কাছ থেকেও ৬০ হাজার টাকা নিয়েছে। এখন আবার ৫ হাজার টাকা দাবী করছে। জয়দেবপুর গ্রামের হাজী মো. চাঁন মিয়া জানান, তার কাছ থেকে ৫৬ হাজার টাকা বিল্লাল হোসেন ভুইয়া নিয়েছে এখন আবার ১০ হাজার টাকা দাবী করছে। কৈখলা গ্রামের সোহানা বেগম জানান, তার কাছ থেকে ১টি চুলার জন্য ৬৫ হাজার ৫শ টাকা নেয়। এখন আবার ৫ হাজার টাকা দাবী করছে।  অতিরিক্ত টাকা ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের হেলাল ও বিল্লাল ভুইয়া আত্মসাৎ করেছে। ঠিকাদার হেলাল উদ্দিন জানান, এত টাকা আমরা নেইনি। প্রতি চুলার জন্য ২০/২৫ হাজার টাকা খরচ আছে। এরা রশিদের মাধ্যমে ৮হাজার ৮শ ২৫ টাকা করে দিয়েছে। এখন আবার ৩শ গ্রাহকের নিকট টাকা দাবী করছেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে গ্যাস সংযোগ দিচ্ছেন না কেন? এ প্রশ্নের জবাবে বলেন, বিষয়টার একটা পদ্ধতি রয়েছে। সে জন্য দেরী হয়েছে। বায়েক ইউপি চেয়রম্যান মো. বিল্লাল হোসেন জানান, রাব্বী এন্টারপ্রাইজের মালিকের সাথে বসার জন্য কয়েকবার উদ্যোগ নিলেও এরা কথা শুনছেন না। এরা এলাকার মানুষের সাথে প্রতারণা করছে। বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড’র জেনারেল ম্যানেজার (০১৭১১৮০১৭২২) জানান, রাব্বী এন্টারপ্রাইজের অবৈধ কর্মকান্ডের জন্য অতীতেও আমরা কসবা থানায় মামলা করেছিলাম। গ্রাহকরা তার বিরুদ্ধে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।