বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুকুন্দপুর রেলষ্টেশন ৩ দিন ধরে বন্ধ, ডিআইজি’র ভাইদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ষ্টেশন ষ্টাফরা

news-image

আমিরজাদা চৌধুরী : আখাউড়া-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুর রেলষ্টেশন গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ষ্টেশন মাষ্টারসহ ঐ ষ্টেশনে কর্মরত ৭/৮ জন ষ্টাফের সবাই। ষ্টেশন বন্ধ থাকায় কোন সিগন্যাল না হওয়ায়  দূরবর্তী ষ্টেশনের সিগন্যালে এই পথে ট্রেন চলাচল করছে। অভিযোগ পাওয়া গেছে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ছোট কয়েক ভাই তাদের দলবল নিয়ে গত ১৯ শে মে ষ্টেশনে এসে হামলা চালায়। এসময় ষ্টেশন ষ্টাফদের  সবাই পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। এরপর বিজিবি এসে ষ্টেশনের নিয়ন্ত্রনে নেয়। মুকুন্দপুর ষ্টেশন মাষ্টার এস এম  হুমায়ুন কবির জানান ষ্টেশনটি এখন তালাবদ্ধ। ঘটনার পর থেকে তারা কেউ আর ষ্টেশনে যাওয়ার সাহস পাচ্ছেননা। জানা গেছে ষ্টেশন এলাকার একটি আম গাছ থেকে ঐদিন (১৯ শে মে) আম পেড়ে ষ্টেশনের ষ্টাফরা ভাগ করে নেন। এ কারনে এদিন সন্ধ্যায় শাহজাহান,মানিক,মিলন ও মুশফিকুর রহমান মাতাল হয়ে ষ্টেশন মাষ্টারকে মারতে আসে। তাদের সাথে আরো ৭/৮ জন ছিলো। এসময় ষ্টেশন ষ্টাফরা পালিয়ে পাশ্ববর্তী বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন বলে জানান তিনি। হামলাকারী শাহজাহান,মিলন,মানিক ও মুশফিক কামালমোড়া গ্রামের এলাই মিয়া মেম্বারের ছেলে বলে জানা গেছে।  রংপুর রেঞ্জের ডিআইজ হুমায়ুন কবির তাদের আপন বড় ভাই । ষ্টেশন ষ্টাফ ও এলাকার অন্যান্য সুত্র থেকে আরো জানা গেছে ডিআইজি’র নাম ভাঙ্গিয়ে শাহজাহান,মিলন,মানিকরা দীর্ঘদিন ধরেই ষ্টেশনের ষ্টাফদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। ষ্টেশনের গাছপালার সকল ফলফসল এরা জোর করে নিয়ে যায়। জোরপূর্বক টিকেট নিয়ে যাওয়া এবং ষ্টেশনে আরো নানা অপরাধের নেতৃত্বে রয়েছে ডিআইজ’র এই ভাইয়েরা। তাদের এই তৎপরতার প্রতিবাদ করলেই ষ্টেশন ষ্টাফদের ওপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে আখাউড়া জিআরপি থানায় অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন ষ্টেশন মাষ্টার হুমায়ুন কবির। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মুজামদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- বিষয়টি জানার পর বুধবার তিনি ঐ ষ্টেশনে গিয়েছিলেন। তবে এখনো কোন অভিযোগ পাননি জানিয়ে বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ষ্টেশন এখন তালা রয়েছে । ষ্টেশনের সবকিছু ডিআইজি’র ভাইয়েরা নিয়ন্ত্রন করে বলে জানান ইউপি চেয়ারম্যান। বলেন তাদের হাতে প্রায়ই ষ্টেশন ষ্টাফরা লাঞ্চিত হয়।

 

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ