ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মুজামদার বিষয়টি নিশ্চিত করে জনানন, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি ভোর রাতে আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসলে ট্রেনের তিনটি বগি বিটক শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার কাজ শেষে হলেই ট্রেন চলাচল স্বাভাকি হবে বলে জানান ওসি।










