ফখরুলের জামিন ও রিমান্ড আবেদন না মঞ্জুর (ভিডিও)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাশকতার ৩ মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জামিন ও রিমান্ড আবেদন না মঞ্জুর করেছে। একই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলায় আসামি পক্ষ ৩টি মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী তার জামিন আবেদন চায়। দু’পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে দিয়েছে। আদালত নির্দেশনা দিয়েছে আগামী ২৩ তারিখের মধ্যে তাকে জেল গেটে এনে জিজ্ঞাসাবাদ করা যাবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার তিনটি মামলার জামিন আবেদনের শুনানির জন্য মির্জা ফখরুল ইসলাম
https://www.youtube.com/watch?v=i61vHAMq-S8