২৪ মে থেকে মেন্টালে পড়শী
বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী পড়শী ‘মেন্টাল’ ছবির মাধ্যমে চিত্রজগতে পা দিতে যাচ্ছেন এটা এখন কমবেশি সবারই জানা। কিন্তু পরীক্ষা সহ নানান ব্যস্ততার কারণে এত দিন ব্যাটে-বলে সময় মেলেনি। অবশেষে আগামী ২৪ মে থেকে মেন্টালের শুটিং করতে যাচ্ছেন বলে বাংলামেইলকে জানান পড়শী।
১৯ মে ব্যক্তিগত একটি কাজের জন্য কলকাতা যাচ্ছেন তিনি। সেখান থেকে ২২ মে ফিরে ২৪ মে থেকে শুটিং শুরু করার কথা তার। এদিকে প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন পড়শী। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির একটি গানে। নাভেদ পারভেজ এর সংগীতে এই গানে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন তাহসিন।