বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোহলিকে চান গাভাস্কার

news-image

ক্রীড়া ডেস্ক : জুনের প্রথম সপ্তাহে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত ক্রিকেট দল। কিন্তু এ সফরে ভারত দলের সঙ্গে থাকতে চাচ্ছেন না বিরাট কোহলি। নতুন এ টেস্ট অধিনায়ক বাংলাদেশ সফরে না এসে চান বিশ্রাম। এমন সংবাদ যখন রটে গেছে, তখন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার টেস্ট দলে কোহলিকে চান। গাভাস্কার বলেন, ‘আমি চাই সে (কোহলি) টেস্ট ম্যাচে খেলুক, তারপর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক। আসলে বিরাটের মতো অশ্বিন ও উমেশ যাদবেরও বিশ্রাম প্রয়োজন। এই দুজন দীর্ঘ সময় ধরে টানা বোলিং করে যাচ্ছে। গত সাড়ে চার মাস ধরে তারা কঠোর পরিশ্রম করে আসছে। সুতরাং, তাদের বিশ্রাম একান্ত প্রয়োজন।’

আসন্ন বাংলাদেশ সফরের জন্য আগামী ২০ মে মুম্বাইয়ে ভারতীয় দল ঘোষণা করা হবে। গত বছরের নবেম্বর থেকে টানা ক্রিকেটের মধ্যে থাকা বিরাট কোহলি বাংলাদেশ সফরে না এসে বিশ্রামে থাকার জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন বলে দেশটির গণমাধ্যম থেকে জানা যায়। তবে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের চাওয়া, একমাত্র টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার পর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক কোহলি।

মাহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় বিরাট কোহলিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখতে চান গাভাস্কার। তবে কোহলির মতো, ধোনিকেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়ার পরামর্শ দেন তিনি। আগামী ১০-১৪ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। এরপর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে।

এ সিরিজে শুধু কোহলিই নন, ভারতের কয়েকজন সিনিয়র ক্রিকেটারও আসতে চাইছেন না। গত বছর জুনে যে বাংলাদেশে ওয়ানডে সিরিজ হয়েছে, তখনও ধোনি, কোহলিরা ছিলেন না। এবারও একই দশা হতে চলেছে। তবে আবার ভারতেরই গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে, শেষ পর্যন্ত অন্তত টেস্টে পুরো শক্তির দলই পাঠাতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।

সুনীল গাভাস্কার সেটিই চান। এর পেছনে অবশ্য তার যুক্তিও আছে। বাংলাদেশ যে এখন অনেক ভাল খেলছে। যদি এ দলটিকে সমীহ না করা হয়, তাহলে বিপদ ঘনিয়েও আসতে পারে ভারতের। তাই তো গাভাস্কার বলেছেন, ‘গতবার ভারত দ্বিতীয় সারির মানের একটা দল বাংলাদেশের মাটিতে গিয়ে সাফল্য পেয়েছিল। ওয়ানডে সিরিজ জিতে এসেছিল ওরা। কিন্তু এবারের চিত্রটা একেবারেই আলাদা। এবার কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অন্তত তেমনটাই বলছে।’ সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলেছে। তাই ওদেরকে হাল্কাভাবে নিলে হবে না। ওরা এখন অনেক শক্তিশালী দল। আমি মনে করি, ভারতও ভাল দলই পাঠাবে বাংলাদেশে। পুরো শক্তির দল না নিয়ে গেলে এবার কিন্তু বেগ পেতে হবে।’ এবার দেখা যাক, ভারত শেষ পর্যন্ত কোহলিকে টেস্ট খেলতে পাঠায় কিনা।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি