ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কোড্ডা এলাকায়। নিহতের নাম আমেনা বেগম (৩৫)। তিনি সদর উপজেলার কোড্ডা গ্রামের মালু মিয়ার স্ত্রী। পুলিশের ধারণা ওই মহিলা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই মহিলা ডাক্তার দেখানোর জন্য কোড্ডার বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।