শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বক্তৃতা দিয়ে ১৯৫ কোটি টাকা আয়

news-image

দুই জনই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। অসামান্য সব অর্জনে দু’জনেই ভূষিত। মার্কিন রাজনীতির আকাশের এ নক্ষত্রদ্বয় বিল ও হিলারি ক্লিনটন। ২০১৪ সালে এ দম্পতি শুধু বক্তৃতা দিয়ে আয় করেছেন আড়াই কোটি ডলারের বেশি বা বাংলাদেশী মুদ্রায় ১৯৫ কোটি টাকা। বক্তৃতা দিয়ে গড়ে উভয়ই পৃথকভাবে আয় করেছেন অড়াই লাখ ডলার বা ১ কোটি ৯৫ লাখ টাকা। শতাধিক বক্তৃতায় অংশ নিয়েছেন তারা। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন। এরই মধ্যে প্রচারণায় নেমেছেন তিনি। ফেডারেল নির্বাচন কমিশনে হিলারির পেশ করা আয়-বিবরণীতে এ তথ্য দেয়া হয়েছে। ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত বই ‘হার্ড চয়েসেজ’-এর  জন্য রয়্যালটি-বাবদ হিলারি পেয়েছেন আরও ৫০ লাখ ডলার। সর্বসাকুল্যে, তাদের আয় ৩ কোটি ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ আয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষ দশমিক ১ শতাংশ জনসংখ্যার মধ্যে স্থান করে নিয়েছেন তারা। অবশ্য, বক্তৃতা দেয়ার জন্য অতিরিক্ত ফি বা সম্মানী নেয়ার কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ক্লিনটন দম্পতিকে। ২০১৩ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর হিলারি ক্লিনটনের বক্তৃতা-বাবদ সম্মানী বেড়ে এখন দাঁড়িয়েছে আড়াই লাখ ডলারে। প্রধান বিরোধী দল লিবারেল পার্টি আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে এতো বিপুল পরিমাণ অর্থ নেয়ায় হিলারির কঠোর সমালোচনা করেছে। বিল ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী হিলারি ক্লিনটন সাবেক ফার্স্ট-লেডি। তবে শুধু ফার্স্ট-লেডি পরিচয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি হিলারি। তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর লড়াইয়ে জনপ্রিয়তায়ও তিনি অনেক এগিয়ে।

এ জাতীয় আরও খবর