শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে যুবলীগ নেতা নৃশংসভাবে খুন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের যুবলীগ নেতা ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-মামুন (৪২) শুক্রবার মধ্যরাতে পাশ্ববর্তী বিটঘর গ্রামে তার খালার বাড়ির অদূরে নৃশংসভাবে খুন হয়েছেন। মামুনের খালতো ভাইদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় পুলিশ নিহতের খালা রীনা আক্তার (৫৫) কে আটক করেছে। সে মহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা রবিউল্লার ছেলে। এলাকাবাসী জানায়, পূর্ব শত্র“তার জের ধরে নিহতের খালাত ভাই জুয়েল, মিঠুসহ ৮/১০ জন শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুুপিয়ে হত্যা করে। পরে তার লাশ বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিটঘর গ্রামের একটি পরিত্যক্ত জমিদার বাড়ির বালাখালার পেছনে ছাইয়ের স্তুপে লুকিয়ে রাখে। লাশ দেখতে পেয়ে এলাকাবাসী রাতেই পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের সারা শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত ছিল । যুবলীগ নেতার সাথে খালতো ভাইরের পারিবারিক কলহের জের ধরে মামুনকে খুন করতে পারে বলে জানায়। শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে ২০/২৫টি দায়ের কোপ ছিলো। খালাতো ভাইদের সাথে পারিবারিক কলহের জের ধরে মামুন খুন হয়ে থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এ ঘটনায় মামুনের খালা রীনা আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান ভূইয়া বলেন, খুন হওয়ার বিষয়টি আমি শুনেছি।
উল্লেখ্য, আল-মামুনের বিরুদ্ধে নবীনগর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক