শিশু কণ্ঠে গাইলেন কনা
বিনোদন প্রতিবেদক : ২০১২ সালে সোহানুর রহমান সোহানের 'দ্য স্পিড' ছবিতে শিশুদের কণ্ঠে গান গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এ গানে ঠোঁট মিলিয়েছিলেন শিশুশিল্পী দীঘি। এবার আবারো কচি কণ্ঠে গাইলেন কনা। সম্প্রতি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সঙ্গীতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথাগুলো হচ্ছে, 'রাগ করেছি দাদুর সাথে, দেখব টিভি একাই বসে/কার্টুনটা ছেড়ে দিলে, বিড়াল লাফায় এসে'। এ প্রসঙ্গে কনা বলেন, 'আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। তার কাজগুলো ভিন্ন ঘরানার। তিনি বেশ যত্ন নিয়ে কাজ করে থাকেন। নতুন কাজটির বেলায়ও তাই হয়েছে। এ গানটি কোনো চলচ্চিত্রের জন্য গাওয়া হয়নি। এটি অন্য কোথাও ব্যবহার করা হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত আমি কিছু জানি না। বুলবুল স্যারই বিষয়টি ভালো বলতে পারবেন।' কনা আরো বলেন, '২০১২ সালে চলচ্চিত্রের জন্য সর্বশেষ কচি কণ্ঠে গান গেয়েছিলাম। তাছাড়া বিজ্ঞাপন কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য বহু বছর আগে বাচ্চা কণ্ঠে গেয়েছি। অনেক বছর পর ছোটদের কণ্ঠে আবারো গাইলাম। আশা করছি, নতুন এ গানটি সবার ভালো লাগবে।' এদিকে, বাংলা নববর্ষে 'মেলা' শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেন কনা। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সঙ্গীত করেন বেলাল খান ও প্রীতম হাসান। যা ইতোমধ্যেই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে কনা চলচ্চিত্রের গান, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।