মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমারিত্ব পরীক্ষায় নারীদের তীব্র ক্ষোভ ইন্দোনেশিয়ায়!

news-image

ইন্দোনেশিয়ায় পুলিশবাহিনীতে যোগ দেয়া নারী সদস্যদের কুমারিত্ব পরীক্ষা বাতিলের জোর দাবি উঠেছে। বিষয়টি নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হওয়ার ভিত্তিতে এ পরীক্ষা বাতিলের চিন্তাও করছে সরকার। নারী অধিকার ও বেশ কিছু মানবাধীকার সংস্থা দীর্ঘ দিন ধরেই এ পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।

মানবাধিকার সংস্থা হিউমেন রাইটস ওয়াচ বিষয়টিকে নারীদের ওপর হয়রানি এবং ব্যক্তি স্বাধীনতার বিপরীত বলে উল্লেখ করেছে। সংগঠনের এক রিপোর্টে বলা হয়, বিষয়টি নিয়ে নারীদের মতামত নিলে তারা বলেছে এটা দুই আঙ্গুলের একটা টেস্ট, যা দিয়ে পরীক্ষা করা হয় নারীদের সতিচ্ছেদ ঠিক রয়েছে কিনা। এই টেস্ট তখনই প্রয়োজন যখন কেউ ওই নারীদের বিয়ে করতে চায়।

হিউমেন রাইটস ওয়াচ বলেছে, এ পরীক্ষা ভিত্তিহীন এবং বিজ্ঞানস্বীকৃত নয়। সংগঠনটি বেশকিছু নারীর সাক্ষাৎকার নিয়ে জানতে পেরেছে বিষয়টিতে নারীরা চরম অনাগ্রহী। ২০১৩ সালে কুমারিত্ব পরীক্ষা দেয়া এক নারী পুলিশ বলেন, এটা নিয়ে আমি অনেক পেরেশান ছিলাম। আমার কাছে বিষয়টিকে বাড়াবাড়ি ছাড়া কিছুই মনে হয়নি।

ইন্দোনেশিয়ায় এ পরীক্ষাটি কয়েক দশক ধরে চলমান। ১৯৮৪ সালে অবসর নেয়া এক নারী পুলিশ বলেন, বাহিনীতে অংশ নেয়ার বছর চারেক পর আমার বিয়ে হয়। কিন্তু বিয়ের প্রথম কিছুদিন স্বামীর সঙ্গে শারীরীক সম্পর্ক রাখতে ভয় পেতাম। কারণ আমি বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম।

ইন্দোনেশিয়া পুলিশবাহিবীর মুখপাত্র টেস্ট চালু রাখার কথা উল্লেখ করে বলেন, এই টেস্টের মাধ্যমে চরিত্রহীন নারীদের পুলিশে অংশগ্রহণ ঠেকানো যেত। তিনি বলেন, একজন চরিত্রহীন নারী যদি বাহিনীতে ঢুকে যায় তবে সে অনেককে চরিত্রহীন বানাবে। এতে ক্ষতির সম্মুখিন হবে পুরো প্রশাসন।

হিউমেন রাইটস ওয়াচের প্রতিবেদনটি এমন সময় এলো যখন বিষয়টি নিয়ে গত সপ্তায় বালিতে ইন্টারন্যাশনাল মিলিটারি ম্যাডিসিন কমিটির মিটিং হয়েছে। এই কমিটি বিশ্বে সামরিক বাহিনীর মধ্যে স্বাস্থ্য উন্নতিতে কাজ করে থাকে।

-বিবিসিউর্দু থেকে অনুদিত

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি