বিজয়নগরে মাতৃ ও শিশু মৃত্যু রোধে দিনব্যাপী স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
বিশেষ প্রতিনিধি : বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে দিন ব্যাপী স্বাস্থ্য বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নেছা টুনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম চৌধুরী প্রমূখ। এতে স্থানীয় এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিল।