শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দাম্পত্যের যে সুন্দর বিষয়গুলো কিছুদিন পরই হারিয়ে যায়!

news-image

লাইফস্টাইল ডেস্ক : নতুন নতুন বিয়ের পর যে পৃথিবীটা খুব রঙিন থাকে, সেটা সকলেই স্বীকার করবেন। নিজের সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময়, হাসি, আনন্দ আর ভালোবাসা মিলে পৃথিবীতে হয়ে ওঠে স্বপ্নময়। ভাবছেন বাকি জীবন এভাবেই কেটে যাবে? এমনটা ভেবে থাকলে ভীষণ ভুল করছেন আপনি! কেননা নতুন দাম্পত্যে এমন কিছু সুন্দর বিষয় থাকে যা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। যত দিন যেতে থাকে ততই আশাহত হতে হয়। তাই আগেই রাখুন মানসিক প্রস্তুতি, জেনে রাখুন কোন ব্যাপারগুলো বিয়ের কিছুদিন পর হারিয়ে যাবে। এবং যতটা পারুন সেই সুন্দর ব্যাপারগুলো এখনই উপভোগ করে নিন।

তীব্র ভালোবাসা
বিয়ের পর পর বলাই বাহুল্য যে দুজনের মাঝে তীব্র ভালোবাসা কাজ করে। কেউ কাউকে ছেড়ে থাকতে না পারা, একটু কিছু হলেই অস্থির হয়ে পড়া ইত্যাদি সবই বিয়ের পর পর খুব দেখা যায়। কিন্তু সময় যত যেতে থাকবে এই বিষয়গুলো কিন্তু ততই কমে আসবে। ভালোবাসার তীব্রতা বা তীব্র প্রকাশ আস্তে আস্তে কমে যেতে থাকে। তাই কখনোই আশা করবেন না যে ভালোবাসা এমন রূপকথার মতই থাকবে।

অন্তরঙ্গ যৌন সম্পর্ক
বিয়ের পর পর দুজনের যৌন সম্পর্ক খুবই উচ্ছল আর অন্তরঙ্গ থাকে। আস্তে আস্তে সেই অন্তরঙ্গতা ফিকে হতে শুরু করে। যৌন সম্পর্কের আগ্রহ কমে আসে, যৌনতায় নতুনত্বের অভাবে সম্পর্ক অনেক সময়েই রুটিন কাজের মত হয়ে যায়। সন্তান ছোট থাকলে যৌন জীবনে আরও বিপত্তি দেখা দেয়। এই ব্যাপারটি দূর করার সমাধান কিন্তু আপনাদের হাতেই। যৌন জীবনকে এক ঘেয়ে না করে নতুন কিছুর চর্চা করুন, দেখবেন ভালো লাগছে।

ঘনঘন বেড়াতে যাওয়া
বিয়ের পর এখানে- সেখানে বেড়াতে যাওয়া, দুজনে খুব ঘোরাঘুরি চলতেই থাকে। কিন্তু একটা সময়ে নিজেদের দৈনন্দিন জীবনে সকলকেই ফিরতে হয়। কর্মক্ষেত্র, দায়িত্ব, জীবনের হরেক আয়োজনে সেই প্রেমিক-প্রেমিকার মত ফুরফুরে আনন্দের দিন আর থাকে না। তাছাড়া খরচেরও তো একটা ব্যাপার আছে। তাই এই ব্যাপারটা নিয়ে মন খারাপ না করে নিজেকে মানিয়ে নিন। আনন্দ খুঁজে নিন নিজের ঘরেই।

মিষ্টি রোমান্টিকতা
"ভালোবাসি" বলা, মিষ্টি ভালোবাসার প্রকাশ বিয়ের পর আস্তে আস্তে হারিয়ে যায় দিন যাপনের আড়ালে। কিন্তু তাই বলে কি ভালোবাসা হারিয়ে যায়? একদম না। বরং একটু চেষ্টা করে নিজেই ধরে রাখুন। হয়তো আপনার সঙ্গী সাড়া দেবেন না, কিন্তু আপনি হতাশ না হলে ভালোবাসার চর্চা ধরে রাখুন।

স্বামী বা স্ত্রীর শতভাগ মনযোগ
নতুন প্রেম বা দাম্পত্য সঙ্গী নিজের মনের মানুষটির দিকে শতভাগ মনযোগ দিয়ে থাকেন। প্রিয় মানুষটি একটি উফ করলেও তাঁর কষ্ট কম করার জন্য অস্থির হয়ে যান। কিন্তু কিছুদিন পার হতে না হতেই মনযোগ হারিয়ে যায় আরও অনেক কিছুর আড়ালে। আর এটাই সত্যি যে একই মানুষের প্রতি আমরা বেশিদিন আগ্রহ ধরে রাখতে পারি না। তাই খুব বেশী প্রত্যাশা রাখবেন না। জেনে নেবেন যে এটাই জীবনের নিয়ম।

এ জাতীয় আরও খবর

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন