কসবায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই হাজার সাতশ পিস ইয়াবাহ ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মো. সাগর (২৬), মো. ইয়াছিন আরাফাত (২৫), মোছাঃ জেসমিন (২৫), মো. সামছু মিয়া (৩৭), মো. পাবেল (২২), মো. মোস্তফা আহম্মেদ (৩৫)।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী দল হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় মহাসড়কের কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের সিলিন্ডারের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা দুই হাজার সাতশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মাইক্রোবাসসহ ঐ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কোম্পানি কমান্ডার।