বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহউদ্দিন রহস্যে যেসব প্রশ্নের উত্তর মিলছে না

news-image

বুধবার সকালে ভারতে গুয়াহাটির বিমানবন্দর থেকে গাড়িতে শিলংয়ের দিকে রওনা হওয়ার সময় থেকেই সন্দেহটা দানা বাঁধছিল – পারা যাবে কি সালাউদ্দিন আহমেদের ‘কিডন্যাপিং’ রহস্যের মূলে পৌঁছতে!

গতকাল থেকেই আন্দাজ করতে পারছিলাম যে মেঘালয় রাজ্যের পুলিশ প্রশাসন মিঃ আহমেদের ব্যাপারে খুব একটা কথা বলতে চাইছে না। তাই সেদিকে না গিয়ে প্রথমে টার্গেট করেছিলাম সিভিল হাসপাতালকে।

প্রধান নার্স বা মেট্রনের ঘরে ঢুকলাম – যদি কোনও কথা বার করা যায়।

তারা তো মিঃ আহমেদ আর তার কিডন্যাপিং – শিলংয়ে হঠাৎ তার আবির্ভূত হওয়া সবকিছু তো ইতিমধ্যেই খবরের কাগজে পড়ে জেনেছেন, তাদের কাছ থেকে আর কি খবর পাওয়া যায় – লক্ষ্য ছিল সেটাই!

কোন্ ডাক্তার চিকিৎসা করছেন, সেটা জানতে পারি? নাহ, “সেটা হাসপাতালের সুপার বলবেন।

কোন ঘরে আছেন মিঃ আহমেদ, সেটা দেখা যেতে পারে? সেটা কী হাসপাতাল সুপার বলবেন না পুলিশ সুপার?

পুলিশ সুপারের কাছে গিয়ে যে খুব একটা লাভ নেই, জানি, তাই গেলাম হাসপাতাল সুপারের কাছে।

seling

এ জাতীয় আরও খবর