বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করাচিতে বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৪৩

news-image

পাকিস্তানের করাচিতে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। নিহতরা সবাই দেশটির ইসমাইলিয়া সম্প্রদায়ের লোক। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী। পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

করাচির সাফোরা চক এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আটজন লোক এসে বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কিন্তু বাসের বাইরের অংশে কোনো গুলির চিহ্ন নেই। তাই মনে করা হচ্ছে, বন্দুকধারীরা বাসে উঠে গুলি চালিয়েছে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীরা বাসে উঠে যাত্রীদের মাথায় গুলি করে হত্যা করে।
অপর এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বন্দুকধারীরা বাসটি থামিয়ে তাতে উঠে পড়ে। এরপর নির্বিচারে গুলি চালায়। হতাহতের বাইরে কেউ নেই এমনটা নিশ্চিত করেই তারা পালিয়ে যায়।

তিনি জানান, বাসটিতে ৫২ জন যাত্রী ধরে। কিন্তু হামলার সময় বাসটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীদের বেশির ভাগই দেশটির ইসমাইলিয়া সম্প্রদায়ের লোক বলে জানান তিনি। এক উদ্ধার কর্মকর্তা জানান, হামলার সময় বাসটিতে ৫০ থেকে ৬০ যাত্রী ছিল।

তবে ইসমাইলিয়া ন্যাশনাল কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং নারী ও শিশুসহ বেশ কিছু আহত হয়েছেন। বাসটি তাদের কল্যাণ বোর্ড পরিচালিত বলে জানান তিনি। ওই কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় মিমন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। সূত্র : ডন।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি