বাঞ্ছারামপুরে ডাকাতি
বিশেষ প্রতিনিধি : গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর দূর্গারামপুর গ্রামের ব্রীজের পূর্ব পার্শ্বে আবদুল খালেক মাস্টারের বাড়িতে ডাকাতি হয়। মুখে কালো কাপড় বাধা ২০/২৫ জন ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইট ভেঙ্গে লোহার শাফল দিয়ে দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সকল সদস্যকে রশি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্নালংকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা আব্দুল খালেক মাস্টার জানান, নগদ ৬১ হাজার টাকা, ১৬ ভরি স্বর্নালংকার, ৪টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ১টি টর্চ লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো মামলা দায়ের হয়নি।