বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূ হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

news-image

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের গৃহবধু নাজমা আক্তার (২০) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন  হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সর্বস্তরের মানুষের ব্যানারে এই মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কাফনের প্রতীক হিসেবে মাথায় সাদা কাপড় বেঁধে অংশ নেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত নাজমার বড় বোন নাঈমা আক্তার, শিউলী আক্তার, কুলসুমা খাতুন শেলী ও মা মাহেলা খাতুন। নিহত নাজমার বড় বোন নাঈমা আক্তার বলেন, যৌতুকের কারণে নাজমাকে কেরোসিন ঢেলে তার শ্বশুর বাড়ির লোকেরা পুড়িয়ে হত্যা করেছে। একই সাথে তার গর্ভের সাত মাসের সন্তানকেও পাষন্ডরা পুড়িয়ে মারে। এ ঘটনায় নয়জনের বিরদ্ধে মামলা দেয়া হলেও পুলিশ দেড় মাসে ৪ নম্বর আসামি ছাড়া অন্য কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি । আমরা নাজমা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সকালে কেরোসিন ঢেলে আগুনে পোড়ানোর পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যু হয় নাজমার। এ ঘটনায় নিহতের বড় বোন কুলসুমা খাতুন শেলী বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় স্বামী ফয়েজ মিয়া সহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ার ফায়েজের পিতা খুরশেদ মিয়া(৫২), ফায়েজের মা (৪৮),ফায়েজের ভাই খায়েস মিয়া (৩০),ইউনুছ মিয়া (২৭),নাদিম (২৪),সাব্বির (২২),বোন বেবী (৩৩) ও জয়া (২০)। তাদের মধ্যে মামলার ৪ নম্বর আসামী খায়েস মিয়াকে গত ৪ দিন আগে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সম্প্রতি এই মামলাটি সদর থানা থেকে ডিবিতে স্থানান্তরিত হয়। ২০১৪ সালের ১১ ই আগষ্ট ফায়েজ মিয়ার সাথে ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের সহিদ মিয়ার মেয়ে নাজমার। বিয়ের সময় নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার যার মুল্য আড়াইলাখ টাকা যৌতুক হিসেবে দেন তারা। বিয়ের কিছুদিন পর আরো  ১০ লাখ টাকা দাবী করা হয় । এজন্যে বিভিন্ন সময় নাজমার  ওপর নির্যাতন চালায় তারা। শেষ পর্যন্ত দাবী করা টাকা না পেয়ে ৭ মাসের অন্ত:সত্বা অবস্থায় নাজমার শরীরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় ।

 

 

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ