বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈধ পথে যেতে পারলে কেউ অবৈধ পথে যাবে না (ভিডিও)

news-image

সরকারকে জিটুজি’র দিকে গুরুত্ব দিতে হবে। বৈধ পথে যেতে পারলে মানুষ অবৈধ পথে যাবে না। সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান এ অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, বৈধভাবে বিদেশে যেতে বাধা সৃষ্টি হওয়ার কারণেই মানুষ অবৈধ পথে বিদেশে যাচ্ছে। তিনি বলেন, জিটুজি’র মাধ্যমে গত তিন বছরে মাত্র ৭ হাজার লোক মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। কিন্তু বছরে যেখানে ৩-৪ লাখ লোক পাঠানোর কথা ছিল। সুতরাং সরকারকে জিটুজি‘র দিকে গুরুত্ব দিতে হবে। জনশক্তি রফতানির বিষয়ে শক্তভাবে তদারকি করতে হবে।

সোমবার বিকালে জি টেলিভিশনে অনুষ্ঠিত স্ট্রেইট লাইন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাঈমুল ইসলাম খান বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা অবৈধভাবে মানবপাচার। কিন্তু আমি বলতে পারি হয়তো এই সমস্যা একদিন থাকবে না। কারণ যখন কোনো সমস্যা জনসম্মুখে প্রকাশিত হয় তখন সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়। কিন্তু বর্তমান সমস্যা সমাধান হয়ে গেলে আবার অন্য কোনো একটা বড় সমস্যা দেখা দিবে। সে জন্যে প্রস্তুতি থাকা জরুরি।

নাঈমুল ইসলাম খান আরও বলেন, মানুষকে কেউ পাচার করছে না। মানুষ নিজেই পাচার হচ্ছে। কারণ যারা পাচার হচ্ছে তাদের তো আর দালালরা জোর করে ধরে নিয়ে যাচ্ছে না। তারাই দালালদের পিছনে ঘুরে বেড়ায়। সুতরাং এই মানবপাচার সমস্যা সমাধান করতে হলে আইনকে শক্তিশালী করতে হবে এবং বৈধভাবে যাতে বিদেশে যাওয়া যায় সেই সুযোগকে আরো সম্প্রসারিত করতে হবে। কারণ মানুষ যদি জানে বৈধভাবে বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগ আছে তাহলে সে আর অবৈধভাবে বিদেশ যাবে না।

অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমেদ বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পাচ্ছে না বলে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যেতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশিরা স্বল্প খরচে দালালদের প্রলোভনে একই পথে পা বাড়াচ্ছে।

https://www.youtube.com/watch?v=bDUGzgz_g5g

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি