কঠিন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ সংগ্রহ করে ১ উইকেটে ৬৩ রান। তামিম ইকবাল ৩২ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সেখান থেকে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছেন দুজন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ১০৭ রান। সাকিব ৬ মুমিনুল ৪০ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য এখনো ৪৫৭ রান করতে হবে টাইগারদের।
আউট তিনজন ইমরুল-১৬, তামিম-৪২, মাহমুদুল্ল্-২
এর আগে ৮ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান।