শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাধ্যতামূলক আইসিটি শিক্ষা, চরম দুর্গতিতে শিক্ষার্থীরা

news-image

আধুনিক প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তথ্য ও প্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বাধ্যতামূলক করা হলেও অবহেলার শিকার হচ্ছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী। দেশের প্রায় ৩০০টি সরকারি কলেজে তথ্য ও প্রযুক্তি বিভাগে কোন শিক্ষক নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মাধ্যমিকে কম্পিউটার শিক্ষা ও উচ্চ মাধ্যমিকে তথ্য ও প্রযুক্তি শিক্ষা হ-য-ব-র-ল অবস্থাতে রেখেই শিক্ষাবোর্ড ষষ্ঠ-সপ্তম-অষ্টম-নবম-দশম-একাদশ ও দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে একটি বিষয় চালু করেছে। একই ভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডেও এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন শিক্ষক নেই।

২০১২ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে, ২০১৩ শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণিতে ও ২০১৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে, ২০১৫ শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণিতে ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নামক একটি নতুন বিষয়কে বাধ্যতামূলকভাবে পাঠ্য করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ১০০ নম্বরের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাহিদুজ্জামান নাহিদ বলেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ে আমাদের বাধ্যতামূলক পাশ করতে হবে। অথচ দুই বছরে কোন ক্লাশ হয়নি। এবিষয়ে ৭৫ নম্বর লিখিত পরীক্ষা হয়েছে গত ১৫ এপ্রিল। তথ্য ও প্রযুক্তি বিষয়টি অনকে কঠিন কিন্তু ক্লাশ না হওয়ার ফলে পরীক্ষা ভালো ভাবে দিতে পারিনি। এরপরে আরো ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে। এবিষয়ে কোন প্রস্তুতি নেয়া হয়নি। চলতি বছরে দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এতে প্রত্যেক শিক্ষার্থীকে তথ্য ও প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয়েছে।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন বিভাগের সাবেক পরিচালক প্রফেসর মো. আতাউর রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোতে তথ্য ও প্রযুক্তির শিক্ষা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণীতে চালু করা হয়েছে তথ্য ও প্রযুক্তি বিষয়। কিন্তু সরকারি কলেজগুলোতে এখনো কোন শিক্ষক নিয়োগ করা হয়নি।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর তুহিন আফরোজা আলম বলেন, একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও প্রযুক্তি বিভাগের কোন নিয়োগ দেয়া হয়নি। তাই আইসিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা তথ্য ও প্রযুক্তির ক্লাশ নিচ্ছেন। শিক্ষক নিয়োগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একাধিকবার জানানো হয়েছে। এখনো তথ্য ও প্রযুক্তি বিষয়ে কোন শিক্ষক নিয়োগ দেয়ার কোন ব্যবস্থা নেইনি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস পরীক্ষায় পাশ করার পরে সরকারি কলেজগুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু পিএসসির অধীনে ৩৪তম বিসিএস পর্যন্ত তথ্য ও প্রযুক্তি বিভাগের শিক্ষক নিয়োগের জন্য কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই সরকারি কলেজগুলোতে তথ্য ও প্রযুক্তি বিভাগে কোন শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়নি। এবিষয়ে পিএসসিকে অবহিত করা হয়েছে। পিএসসি ৩৫ তম বিসিএস এ তথ্য ও প্রযুক্তি বিভাগে ৫৯৮ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ৩৫তম বিসিএস এর পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হলেই কলেজগুলোতে শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা