অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সালমান
গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার দায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। তবে আগামী ৮ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। জামিনের জন্য বোম্বে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। আদালত দুই দিনের জন্য তার জামিন মঞ্জুর করেছেন। ৪৯ বছর বয়সী এই তারকার পক্ষে জামিন প্রক্রিয়ায় ছিলেন আইনজীবী হারিষ সালভে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় মৃত্যু হয় এক পথচারীর। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। এর দায়ে আজ বুধবার (৬ মে) সকাল ১১টা ১১ মিনিটে মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে।