বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩২৩/৩

news-image

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ব্যাটিং করছে সফরকারী পাকিস্তান। প্রথম দিনের ৮৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। আজহার আলী ১২৭ ও মিসবাহ-উল-হক ৯ রানে ক্রিজে আছেন। এ ছাড়া ইউনিস খান ১৪২, সামি আসলাম ১৯ এবং মোহাম্মদ হাফিজ ৮ রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ শহীদ ২টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নিয়েছেন।

পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সামি আসলাম ও মোহাম্মদ হাফিজ। প্রথম ওভারে বল করতেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। এর কিছু পরেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তানও। মোহাম্মদ শহীদের ৪র্থ ওভারে ৩য় বলে মুশফিকের কাছে কটবিহাইন্ড হয়ে আউট হয়ে যান হাফিজ। গত ম্যাচে দূর্দান্ত খেলা দেখালেও আজ তিনি মাত্র ৮ রান করেই আউট হয়ে যান। দলীয় রান তখন ৯। এরপর ব্যাট হাতে মাঠে নামনে আজহার আলী। কিন্তু দলীয় রানে ৫৮ রানের মাথায় সামির উইকেট বড় জুটি করতে দেয়নি এ জুটিকেও। তাইজুলের ২৩ তম ওভারের ৫ম বলে শাহাদাতের কাছে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১৯ রান করেই ক্রিজ ছাড়েন তিনি। পরবর্তি ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ইউনিস খান।

এর আগে টস জিতে এ ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও।

সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও গৌরবের ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর সে লক্ষ্যে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মুশফিক বাহিনী।

খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলবেন শাহাদাত হোসেন রাজীব।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান একাদশ : সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ, ইমরান খান।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

 

এ জাতীয় আরও খবর

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন শনিবার

পি কে হালদারের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিচ্ছে দুদক