স্থল সীমান্ত চুক্তি ভারতের মন্ত্রিসভায় অনুমোদন
ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি ভারতের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বিলটি এখন রাজ্যসভায় তোলা হবে। এরপর যাবে লোকসভায়। ৭৪-এর স্থল সীমান্ত চুক্তিটির পুরোপুরি বাস্তবায়নে ২০১১ সালে মনমোহন-হাসিনা স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী বুধবার ভারতের রাজ্যসভায় উঠছে বিলটি।
এর আগে গত সপ্তাহে ভারতের মন্ত্রিসভায় সংশোধিত স্থলসীমান্ত বিলটি পাস হয়। তাতে আসামকে বাদ দিয়ে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির বিলটি বাস্তবায়ন করতে চেয়েছিল সে দেশের কেন্দ্রীয় সরকার। কিন্ত এতে বাধা হয়ে দাঁড়ায় বিরোধী দল কংগ্রেস। মূল চুক্তি থেকে আসামকে বাদ দিলে কংগ্রেস মানবে না বলে বিজেপি সরকারকে সাফ জানিয়ে দেয়। এতে প্রবল চাপে পড়ে বিজেপি সরকার।