মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একবছরে ২২০ কারখানা বন্ধ, দেড় লাখ চাকরিচ্যুত : টিআইবি

tib_76348ডেস্ক রির্পোট : কার্যাদেশ বাতিল, কমপ্লায়েন্স ঘাটতির অজুহাতে গত একবছরে ২২০টি মাঝারি ও ক্ষুদ্র আকারের কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া চাকুরিচ্যুত হয়েছে এক থেকে দেড় লাখ শ্রমিক।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করে টিআইবি।

'তৈরী পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ; গত এক বছরের অগ্রগতি পর্যালোচনা' শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, পূর্ববর্তী বছরের তুলনায় কারখানা বন্ধের হার ৩৬০ শতাংশ বৃদ্ধি এবং শ্রমিক চাকুরিচ্যুতি হওয়ার হার ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খচর বৃদ্ধির পরোক্ষ প্রভাবে ৩০ শতাংশ কার্যাদেশ বাতিল হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরী পোশাক খাতে সুশাসন নিয়ে টিআইবির প্রতিবেদন (২০১৩) অনুসারে সরকার ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বহীনতা, দায়িত্বে অহবেলা, রাজনৈতিক প্রভাব, পারস্পারিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিই এ খাতে দুর্ঘটনা ও কমপ্লায়েন্স ঘাটতির অন্যতম কারণ।

২০১৪ সালের ফলোআপ গবেষণায় আরো দেখা যায়, সরকার ও বিভিন্ন অংশীজন কর্তৃক উল্লিখিত ৬৩টির মধ্যে ৫৪টি উদ্যোগ গ্রহণ করা হয়, যার মাধ্যমে ২৩টি উদ্যোগ বাস্তবায়ন করা সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া গত একবছরে কারখানা নিরাপত্তায় অগ্রগতি হলেও শ্রমিক অধিকার ও শ্রমিকের চাকরিকালীন নিরাপত্তা এড়িয়ে যাওয়া হয়েছে।

২০১৪-১৫ সালে ৫৫টি বিষয়ে ৮০টি চলমান উদ্যোগের বাস্তবায়ন বিভিন্ন পর্যায়ে থাকলেও বাকি আটটি বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গৃহীত হয়নি। আর ২০১৪-১৫ সালে চলমান ৮০টি উদ্যোগের বাস্তবায়ন পর্যালোচনা করলে দেখা যায় ১৫ শতাংশ সম্পন্ন হয়েছে ও ৪৫ শতাংশ প্রত্যাশিত গতিতে চলমান রয়েছে; ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে ১৫ শতাংশ ও স্থবির ২৫ শতাংশ।

দুর্ঘটনার প্রেক্ষিতে ক্ষতিপূরণের পরিমাপ নির্ধারণের জন্য কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত ওই কমিটি কার্যক্রম শুরু করেনি। টিআইবির রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের অ্যাসিসটেন্ট প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা ও প্রোগ্রাম ম্যানেজার মনজুর ই খোদা গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেছেন।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখায়রুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।