শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপমহাদেশে বিখ্যাত নবাব স্যার সৈয়দ শামছুল হুদা (ভিডিও)

mqdefaultব্রাহ্মণবাড়িয়ার যেকজন ক্ষনজন্মা রাজনীতিবিদ উপমহাদেশে বিখ্যাত ও স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে নওয়াব স্যার সৈয়দ শামসুল হুদা অন্যতম। এই বিখ্যাত মহাপুরুষের জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামের বিখ্যাত সৈয়দ বাড়িতে ১৮৬২ খ্রিষ্টাব্দে। তার পিতার নাম সৈয়দ রিয়াজত উল্লাহ, আরবী ও ফারসি ভাষার পন্ডিত ছিলেন। সৈয়দ শামসুল হুদা কলকাতা মাদ্রাসায় অধ্যাপক রূপে তার কর্মজীবন শুরু করেন। ওকালতি পাশ করার পর তিনি কলকাতা হাইকোর্টে আইনব্যবসা শুরু করেন। তিনি ছিলেন কলকাত হাইকোর্টের দ্বিতীয় মুসলিম বিচারপতি। আইনশাস্ত্রে তাঁর ব্যাপক পড়াশুনা থাকায় কোলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ১৯০২ সালে ‘টেগোর প্রফেসর অব ল’পদ প্রদান করেন। টেগোর প্রফেসর হিসাবে তিনি Principles of Crimes in British India’ধারাবাহিক বক্তৃতা প্রদান করেন। ১৯০৮ সালে পূর্ববঙ্গ ও আসাম আইন পরিষদের সদস্য ছিলেন ।১৯০৯ সালে ইমপেরিয়েল লেজিসলেটিভ কাউনসিলের সদস্য নির্বাচিত হন। ১৯১২ সালে গর্ভনর লর্ড কারমাইকেল কর্তৃক তিন সদস্যবিশিষ্ট যে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল স্যার সৈয়দ শামসুল হুদা ছিলেন এর সর্বপ্রথম ভারতীয় সদস্য। ১৯১২ সালে তিনি সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতির পদ অলংকৃত করেন। এছাড়া ১৯২১ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ঐ বছরই শামসুল হুদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল সেখানেও শামসুল হুদা ছিলেন একমাত্র ভারতীয় সদস্য। এভাবে শামসুল হুদা তৎকালীন সময়ের নানা সম্মানজনক পদে নিয়োজিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। নবাব স্যার সৈয়দ শামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার নিজ গ্রামে একটি উচ্চ বিদ্যালয় এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সৈয়দ শামসুল হুদাকে বৃটিশ সরকার ১৯১৩ সালে নবাব এবং ১৯১৬ সালে 'Knight Commander of Indian Empire' উপাধি প্রদান করেন। ১৯২২ সালের ৭ অক্টোবর এই বিখ্যাত রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন।

বাড়িটির অবস্থানঃ
নাসিরনগর সদর হতে ৬ কিলো: দক্ষিণে চৈয়ারকুড়ি বাজার। চৈয়ারকুড়ি বাজার হতে ২কিলো: পশ্চিমে গোকর্ণ হাই স্কুল। হাই স্কুল সংলগ্ন নবাব স্যার সৈয়দ শামছুল হুদার বাড়িটি অবস্থিত।

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের