ফেসবুকে ছবি আপলোডে সাবধান। সম্মান নিয়ে বাঁচতে হলে জানতে হবে।
শাহাদাৎ হোসেন শিপুঃ
অত্যন্ত লজ্জা ও দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আপনাদের যথাযথ সম্মান দিতে শিখিনি এখনো। অনলাইন অফলাইন কোন ক্ষেত্রই আপনাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন করতে পারিনি। কর্মক্ষেত্রে আপনাদের হ্যারাস করি। যানবাহনে হ্যারাস করি , অসম্মান করি। অনলাইনে আপনাকে নোংরা কথা বলি। আপনাকে ফাদে ফেলে নিজের কুস্বার্থ চরিতার্থ করি। আপনার ছবি নিয়ে বিকৃত করে নিজের অন্তরের কদর্যতাকে ছড়িয়ে দেই অন্তর্জালে। আপনাকে ব্ল্যাকমেইল করি। আপনার নামে মিথ্যা কুতসা রটিয়ে দাঁত কেলিয়ে হাসি। আমরা পড়ালেখা করেছি কিন্তু শিক্ষিত হইনি। সভ্য জগতে বাস করেও আমরা সভ্য হতে পারিনি। মানুষ হিসেবে জন্ম নিয়েও মানুষ হইনি এখনো।
নাহ, আমরা সকল পুরুষই এমন না। আমাদের পুরুষকূলের মাঝে অসংখ্য শুয়োরের বাচ্চা ঘাপটি মেরে আছে। ফেসবুকে বিভিন্ন নিকের আড়ালে সহজে তাদের চেনা যায় না। এই সমস্যাগুলোর প্রতিবিধান করা খুব সহজ না। আমাদের দেশে সাইবার ক্রাইম রোধ করা এখনো অত ইজি না। এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে । নিচে একটা কথপোকথন (ইনবক্স মেসেজিং) এর নমুনা দিলাম। পড়ুন-
মেয়ে নামধারী আইডি- আমি কী আপনার সাথে কথা বলতে পারি?
নারীঃ হ্যা। কিন্তু আপনি কে?
মেয়ে নামধারী আইডিঃ আমি তোমার ছবি ডাউনলোড করেছি। এটা দিয়ে নেকেড ছবি বানিয়ে ইউটিউবে দিব। বাট আমার কথা শুনলে কিছু করবো না। ব্লক করলে বিপদ হবে।
নারীঃ কী কথা?
মেয়ে নামধারী আইডিঃ তোমার সাথে সেক্স চ্যাট করবো। সেক্স চ্যাট করলে তোমার কোন ক্ষতি করবো না। প্রমিজ। আর না করলে তোমার ছবি চটি পেজে যাবে নেকেড হিসেবে। আন্সার দাও নইলে আমি নেকেড করা শুরু করবো।
নারীঃ (কোন রিপ্লাই নাই)
মেয়ে নামধারী আইডিঃ ওকে। সকালে লিংক দিব। নিজের নেকেড ছবিগুলো দেখে নিও।
…………………………………..
নারী,
আপনি আমার মা, তুমি আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, তুমি প্রেমিকা, তুমি বন্ধু আমার………..সচেতন হও নিজের ছবি দেয়ার ব্যাপারে। উপরোক্ত ঘটনায় আপনার কোন দায় নেই, কোন অপরাধ নেই। অপরাধ আমাদের কুলাংগারদের। আপনার জন্য এমন পরিবেশ আমরা তৈরি করতে পারিনি যেখানে নিজের ছবি বন্ধুদের সাথে শেয়ার করবে নিশ্চিন্তে, যেখানে তুমি নিজের মনের কথা বলতে পারবে দ্বিধা ছাড়াই। আমরা লজ্জিত, ক্ষমা প্রার্থি তোমার কাছে। নিজেদের ছবি ফেসবুকে পাবলিকলি দিবেন না। যারে তারে বন্ধু করো না। বন্ধুত্ব এত সস্তা না। এক জীবনে এত বন্ধুর দরকারও নাই। এসব বন্ধুদের ৯৯% ই ইউজলেস। বরং অনেক ক্ষেত্রে ক্ষতিকর।
সুতরাং সাবধান হোন, সচেতন হোন !!! এর বিকল্প আপাতত নাই!!!











