বিজয়নগরে ভারতীয় মদসহ এক ব্যক্তি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউলিয়া বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। এসময় ১২ বোতল ভারতীয় মদসহ সোবহান সরকার (৩০)কে গ্রেফতার করে। সে চম্পকনগর ইউনিয়নের পিত্ত রঞ্জন সরকারের ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদক পাচার আইনে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।