বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যান্ত্রিক ক্রটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

downloadআশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসার ও প্রাইমারি রিফরমারে ক্রটির কারনে গত শুক্রবার রাতে এর উৎপাদন বন্ধ হয়। এতে করে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে।
চলতি অর্থ বছরে বিসিআইসি কারখানাকে ১লাখ ৪০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করে দেয়। গত রবিবার পর্যন্ত কারখানায় উৎপাদন হয়েছে ১লাখ ২২ হাজার মেট্রিক টন ইউরিয়া। 
এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, শুক্রবার রাতে কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসার এবং একই প্লান্টের প্রাইমারি রিফরমারে ক্রটি দেখা দেওয়ায়  কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তিনি বলেন, কারখানার উৎপাদন শুরু হতে আগামী ৩দিন সময় লাগবে। তিনি বলেন, কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই।