শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরব-হামাস সম্পর্কে ইতিবাচক উন্নতি হচ্ছে

9107_1আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাথে হামাসের সম্পর্কের ইতিবাচক উন্নয়ন হচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র ইসমাইল রিদওয়ান। তিনি আরো বলেন, হামাস আশা করছে এই সম্পর্ক গাজাকে অবরোধমুক্ত করা ও রাফাহ সীমান্ত খুলে দিতে ভূমিকা রাখবে। আনাদোলু সংবাদ সংস্থার সাথে আলাপকালে ইসমাইল রিদওয়ান বলেন, ‘আমরা সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, যারা সব সময়ই ফিলিস্তিনের পাশে থাকে। আমরা আশা করছি, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান খালিদ মিশালের সৌদি আরব সফরের ফলে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে।’ গত রোববার গাজায় এক আলোচনা প্যানেলে সিনিয়র হামাস নেতা মাহমুদ আল-জাহার বলেছেন, সৌদি আরবে মিশালের সফর করার কথা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হামাস সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক রাখতে আগ্রহী। আল-জাহার বলেন, মিশালের সৌদি আরব সফরের নতুন তথ্য খুব শিগগিরই ঘোষণা হতে পারে। যদি এই সফর অনুষ্ঠিত হয় তবে তা হবে ২০১২ সালের জুনের পর প্রথমবারের মতো। এই নেতা আরো বলেন, ‘এই অঞ্চলে বৃহৎ শক্তি হয়ে ওঠার পথে সৌদি ইতোমধ্যেই উপসাগরীয় দেশগুলোকে নেতৃত্ব দিচ্ছে। তারা এই অঞ্চলের রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিশেষ করে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের নিয়ন্ত্রণের জন্য হামাসের সাথে সুসম্পর্ক রাখতে সচেষ্ট।’ উল্লেখ্য, হামাস ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সুষ্ঠু নয়, এর কারণ হামাসের সাথে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক। অবশ্য বিশেষজ্ঞরা মনে করেছেন, ইরানের সাথে হামাসের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাই মূলত হামাসকে নিয়ে সৌদি আরবের উদ্বেগের কারণ।

এ জাতীয় আরও খবর