শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৯ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

sa winক্রীড়া প্রতিবেদক : চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। ফলে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন লঙ্কানরা।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৩৪ রানের টার্গেট মাত্র ১৮ ওভার খেলেই টপকে যায় প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার দেওয়া ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে দ. আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। দুই প্রোটিয়া ওপেনার লঙ্কান বোলারদের সহজভাবেই সামলে নিয়ে খেলেন। দু’জনে মিলে ৪০ রানের জুটি গড়েন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার হাশিম আমলা সাজঘরে ফেরেন দলীয় ৪০ রানের মাথায়। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে কুলাসেকারার তালুবন্দি হন আমলা। মালিঙ্গার শিকারে সাজঘরে ফেরার আগে তিনি ২৩ বলে ১৬ রান করেন।

দলীয় ৪০ রানের মাথায় প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ফিরে গেলেও ব্যাটিং ক্রিজে আরেক ওপেনার ডি কক ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক হাঁকিয়ে ৭৮ রানে অপরাজিত ছিলেন। ৫৭ বলে ১২টি চারের সাহায্যে তিনি ইনিংসটি সাজান।

আর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস করেন ২১ রান। দু’জনে মিলে ৯৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে পড়ে ৩৭.২ ওভার খেলে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। এছাড়া থিরিমান্নে ৪১ ও ম্যাথুজ ১৯ রান করেন। লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতার দিনে আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।

প্রোটিয়াদের হয়ে ইমরান তাহির ৪টি আর জেপি ডুমিনি হ্যাটট্রিক করে ৩টি উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা