শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত ৯০ হাজার শিশু

risk woডেস্ক রির্পোট : ঝুঁকিপূর্ণ  শ্রম থেকে মুক্ত হয়েছে ৯০ হাজার শিশু। ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি ফেজে এসব শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া  হয়েছে। প্রশিক্ষণ শেষে শিশুদের সংশ্লিষ্ট ট্রেডের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। আরো ৬০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সূত্র জানায়, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ফেজে ১০ হাজার, দ্বিতীয় ফেজে ৩০ হাজার এবং তৃতীয় ফেজে ৫০ হাজারসহ মোট ৯০ হাজার শিশু শ্রমিককে ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ছয় মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন শীর্ষক প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৯০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করে তোলা হয়েছে। প্রশিক্ষণ শেষে শিশুদের সংশ্লিষ্ট ট্রেডের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এই প্রকল্পের চতুর্থ পর্যায়ের কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে যেখানে ৬০ হাজার শিশু শ্রমিককে এর আওতায় আনা হবে।’

পরিসংখ্যান ব্যুরোর এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ৬৫ লাখ, যা পৃথিবীর মোট শিশু শ্রমিকের ২ দশমিক ৬ অংশ। বাংলাদেশের জনসংখ্যার ৪৭ শতাংশই শিশু, যাদের বয়স ১৬ বছরের কম। সমীক্ষায় দেখা যায়, এদের প্রতি ১০০ জনে ১৯ জন শিশু শ্রমিক।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় হাজার শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা প্রদান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের শিশুশ্রম নিরসনে সরকার ৭১ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করেছে।

এ ছাড়া, ৫০ হাজার শিশু শ্রমিকের পিতা-মাতাকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে রাজস্ব খাত থেকে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  চতুর্থ পর্যায়ে আগামী জুলাই থেকে শিশুশ্রম নিরসনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ৭১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৬ হাজার শিশু শ্রমিক উপানুষ্ঠানিক শিক্ষা এবং ১৩ হাজার শিশু শ্রমিককে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা যাবে। একই সঙ্গে প্রকল্পের আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম উইংয়ের তত্ত্বাবধানে চাইল্ড লেবার ইউনিট (সিএলইউ) গঠন করা হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা