ফেসবুক পেজ বাশেরকেল্লার প্রধান এডমিন আটক!
ডেস্ক রির্পোট : ফেসবুক পেজ বাশেরকেল্লার প্রধান সম্পাদক এবং প্রধান এডমিন কে এম জিয়া উদ্দিন ফাহাদকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা কুমিল্লা থেকে বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে বলে প্রিয়.কমকে জানান ডিএমপি’র উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, ‘বাশেরকেল্লা নামের এই ফেসবুক পেজটির মাধ্যমে জামায়া- শিবিরের পক্ষে সরকার বিরোধী প্রচারণা চালান হয়। একই সঙ্গে নাশকতার উস্কানি এবং ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করে বিভ্রান্তি ছাড়ান হয়।’
মাসুৃদুর রহমান জানান, আটক জিয়া উদ্দিন ফাহাদ জামায়ত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সে বাশেরকেল্লা ছাড়াও আরো ৫০টি ফেসবুক পেজ পরিচালনা করে ভিন্ন ভিন্ন নামে। এই পেজগুলোর মাধ্যমেও নাশকতার উস্কানি এবং ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করা হয়।
তিনি জানান,‘ তার কাছ থেকে একাধিক মেবাইল ফোন ও সিম এবং একাধিক ইমেইল আইডি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে কম্পিউটার।’
শুক্রবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং-এ বিস্তারিত জানান হবে।











