শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন হয়েছে- ত্রিপুরার ডেপুটি স্পীকার

B.Baria NariMela Pic-2নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরার ডেপুটি স্পীকার পবিত্র কর বলেছেন শিক্ষা ও আত্ব নির্ভরশীলতায় বাংলাদেশের নারীরা অনেকদূর এগিয়ে গেছে। বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকতম প্রতিবেশী,আমার জন্মস্থান।বাংলাদেশের উন্নতি,প্রগতি দেখে গর্বিত হই। আন্তজার্তিক নারী দিবসের জন্য অনেক লড়াই,সংগ্রাম করতে হয়েছে। নারী দিবসের তাৎপর্য বক্তৃতা-আলোচনায় নয় প্রমাণ করতে হবে,করে দেখাতে হবে। তিনি আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী উন্নয়ন ফোরাম আয়োজিত নারী মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  তিনি আরো বলেন,নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি না করতে পারলে প্রকৃত নারী ক্ষমতায়ন হবে না। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে নারী নির্যাতন বন্ধ হবে,নারীরা সমীহ আদায় করতে পারবে।আমি বিশ্বাস করি এবং দেখছি বাংলাদেশ সত্যিকার অর্থে নারী ক্ষমতায়ন করে দেখিয়েছে। বর্তমান বাংলাদেশের নারীরা যেভাবে শিক্ষায়,কর্মে,অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে,তাতে আমরা গর্বিত,আমরা আশাবাদী। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো.মনির হোসেন । পরে ত্রিপুরার ডেপুটি স্পীকার মেলায় নারীদের তৈরী নানা পন্য সামগ্রীর ষ্টল পরিদর্শন করেন এবং এর ব্যাপক প্রশংসা করেন। মেলায় অতিথিদেরকে স্বাগত জানান সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। ত্রিপুরার ডেপুটি স্পীকারকে মেলা আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কাগজের তৈরী ফুলের টব ও গামছা প্রদান করা হয়। উল্লেখ্য আর্ন্তজাতিক নারী দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে রোববার থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দু-দিন ব্যাপী নারী মেলা শুরু হয়েছে। মেলায় নারীদের হাতে তৈরী পন্য সামগ্রীর ২০টি ষ্টল খোলা হয়েছে। ইউপিজিপি ও ইউজেডজিপি’র সহায়তায় প্রতিষ্ঠিত নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এবারই প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের মেলার আয়োজন হয়েছে। সদর উপজেলা পরিষদ এতে অর্থ  সহায়তা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর