সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক
ডেস্ক রির্পোট : সৌদি আরবের আল হাসায় সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। দুইদিন মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে তিনি মারা যান।নিহত রহমত উল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে। তার বাবা মন্তাজ মিয়া। রহমত উল্লাহর বাবা মন্তাজ মিয়া জানান, সৌদি আরবের আল হাসা এলাকা একটি দোকানে কর্মরত ছিল তার ছেলে। গ্রামের বাড়িতে রাব্বি নামের ২১ মাসের একটি শিশুপুত্র রয়েছে তার।