নাসিরনগরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন-ছায়েদুল হক এমপি
স্টাফ রিপোর্টার নাসিরনগর : শনিবার বিকালে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের শিমরাইল কান্দি,লালুয়ারটুক গ্রামে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি । লালুয়ারটুক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ , উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন ,পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদার , উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু ,সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী, বসির আল-হেলাল,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪.৪২৭ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৩০৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।