শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ডিজাইনের গোলাকার ফোন!

RunciblePhoneপ্রযুক্তি ডেস্ক : সান ফ্রান্সিসকো ভিত্তিক স্টার্টআপ মনঃম বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিস্ময়কর এবং নজরকাড়া ফোন নিয়ে উপস্থিত হন। গোলাকার নজর কাড়া ফোনটি স্মার্টফোনের ধারণা বদলে দিয়েছে। ক্লাসিক পকেট ঘড়ি এবং কম্প্যাক্ট কম্পাসের উপর ভিত্তি করে ফোনটি তৈরি করা হয়েছে।

ফোনের পর্দাটি একটি গোলাকার ঘড়ির মতো দেখাবে। বৃত্তের দেওয়ালে চারদিকে বাবল এর মতো সুইট রয়েছে। এগুলো ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম এর মতো জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটে কি ঘটছে তা দেখাবে। এর পেছনে ঠিক কেন্দ্রে রয়েছে ক্যামেরা। ছবি উঠবে গোলাকারভাবে। বিল্ট-ইন অ্যাপের মাধ্যমে থার্ড-পার্টি প্রোগ্রাম ব্যবহার করা যাবে। মোবাইলটির প্রোটোটাইপে পর্দা কম রেজ্যুলেশনের কিন্তু মূল যন্ত্রে ২৪৪পিপিআই পর্দা থাকবে। কাঠের বিভিন্ন নকশার মাধ্যমে নানা ডিজাইনে আসবে ফোনটি। একটি জাপানিজ সংস্করণ থাকবে যেখানে পেছনের কেস-এ বাঁশের চেহারা ব্যবহার করা হবে এবং রং হবে গ্লসি।

এ বছরের শেষ নাগাদ বাজারে বিক্রি শুরু হবে মোবাইলটি। আর দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলারের কাছাকাছি।

এ জাতীয় আরও খবর