বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদনে আসছে নতুন দুই ইউনিট

ashugonj power stationনির্ধারিত সময়ের আগেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও দুটি নতুন ইউনিট উৎপাদনে আসছে। গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ ইউনিট দুটি থেকে চলতি মাসের মধ্যেই বাণ্যিজিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। ফলে গ্রীষ্ম মৌসুমের আগেই জাতীয় গ্রিডে যোগ হতে যাচ্ছে ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। যা দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে উঠছে। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ইউনিট রয়েছে ৯টি। যার মোট উৎপাদন ক্ষমতা ৭৭৮ মেগাওয়াট। আরও সাড়ে ১৩শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪টি নতুন ইউনিট নির্মাণের কাজ একযোগে শুরু হয়েছে।

নতুন দুটি ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, নির্ধারিত সময়ের আগেই ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর আশুগঞ্জ ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে এ বিদ্যুৎ ইউনিট দুটির পরীক্ষামূলক উৎপাদন চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে পুরো ক্ষমতায় উৎপাদনে আসলে জাতীয় গ্রিডে নতুন করে যোগ হবে ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। পুরোপুরি উৎপাদনে আনার জন্য কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী মহির আসিফ।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, দুটি কেন্দ্র পুরোপুরি উৎপাদনে আসলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে এবং দেশের অব্যাহত লোড শেডিংও কমে যাবে। তবে নতুন এ দুটি ইউনিট চলতি মাসে চালু হলে জাতীয় গ্রিডে যেমন ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে তেমনি গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে দেশের বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ