৩২ গাড়িতে আগুন, পেট্রলবোমায় নিহত ১
অপরাধ ডেস্ক : ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষিপ্ত মিছিলের মধ্যে বিরোধী জোটের ডাকা অনির্দিষ্টকাল অবরোধের ৫৭তম দিন অতিবাহিত হয়েছে। অবরোধের সঙ্গে হরতালের মধ্যে দেশের বিভিন্নস্থানে অন্তত ৩২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের কানসাটে পেট্রলবোমা হামলায় কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। রাত পৌনে ১২টার দিকে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে ৯টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৯টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাজধানীর উত্তরা ও কদমতলীতে দু’টি কেরানিগঞ্জে একটি, চাঁপাই নবাবগঞ্জে সাত, জয়পুরহাটে তিন, কুমিল্লায় এক, নোয়াখালীতে দুই, বরিশালে দুই, ফেনীতে দুই, সিলেটে এক, দিনাজপুরে এবং নারায়ণগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল দেশের বিভিন্নস্থান থেকে দু’শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রাজধানীতে দু’টি বাসে আগুন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল ও টানা অবরোধে গতকাল রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচ জন। রাত সাড়ে ৯টায় উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উত্তরার বিজিএমইএ ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেছে। তার আগে রাত সোয়া ৯টায় কদমতলী এলাকায় গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌণে ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ২৭ নম্বর সড়কের মোড়ে হঠাৎ করেই পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
রাত সাড়ে ৮টায় গুলশান-২ ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গুলশান থানার অরারেশন অফিসার শেখ সোহেল রানা জানান, ককটেল বিস্ফোরণের পরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। রাত ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে দুটি এবং ভিসি চত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন সংলগ্ন পিজি ক্যান্টিনের পাশে দুটি ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, সোহাগ ও মইনুদ্দিন। আহতদের উদ্ধার ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় বেতার ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে গোলাম মোস্তফা নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তল্লাশি চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রায় একই সময়ে গুলশান-১ নম্বর গোল চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে শেরেবাংলা নগর থানা পুলিশ এ বিষয়ে অবগত না বলে জানিয়েছে।
ওই সময়ে শাহবাগের গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণজাগরণ মঞ্চের পেছনে জাদুঘরের প্রধান ফটকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান নামে দুই রিকশা চালক আহত হন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আগে সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হলের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে ছাত্রদলের মিছিল: নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর অনুমতির প্রতিবাদে রাজধানীর স্পটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুর একটায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, সামসুল আলম রানা, মেহবুব মাছুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান বাবু এবং আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শাহবাগ থেকে শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে ছাত্রদল নেতা ফুয়াদ আহমেদ, আজিম উদ্দিন মেরাজ, সাইদুর রহমান, শাহনেওয়াজ, বাংলা কলেজের সাকিব, সোহাগ, ফয়েজ উল্লাহ সাকিব, শাহবাগের জাবেদ হোসেন, পল্টনের শিমুলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ ছাড়া মিয়া মোহাম্মদ ঝলকের নেতৃতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে সকালে একটি বিক্ষোভ মিছিল হয় শাহবাগে। এদিকে ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন রিয়াদের বাসায় পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে যাত্রীবাহি বাস ও মালবাহী ট্রাকে পেট্রল বোমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের হেলপারসহ তিন জন আহত হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেবীপুর মা-মনি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেবীপুর মা-মনি ফিলিং স্টেশনের সামনে ৫০/৬০ জনের দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এসময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৬৭৬৩) পেট্রল বোমা ছুড়ে মারে। দ্রুত ট্রাক থেকে চালক ও হেলপার নেমে পড়ে। দুর্বৃত্তরা একই সময় ফেনী থেকে কুমিল্লাগামী যাত্রীবাহি যমুনা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৪৪) যাত্রী নামিয়ে দিয়ে বেশ কয়েকটি পেট্রল বোমা ছুড়ে মারে। মুহুর্তে বাস ও ট্রাকে আগুন ধরলে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় ও ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এসময় বাস ও ট্রাকের তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে ট্রাক হেলপার কুমিল্লার কোতায়ালীর শশান গাছার আবদুল গফুরের ছেলে দেলায়ার হোসেন (৩০) ও বাস যাত্রী একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার রতনপুর এলাকার দিলু বৈশম মজুমদারের ছেলে রিংকু মজুমদারকে (২৭) ফেনী সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লার দেবিদ্বারে চলন্ত ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক ও হেলপারসহ ২জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অগ্নিদগ্ধ হন ট্রাকের চালক মনির হোসেন ও হেলপার জজ মিয়া। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক মো. জাকির হোসেন জানান, পেট্রোলে জজ মিয়ার শরীরের ৬০ শতাংশ ও মনির হোসেনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশালে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডিপোতে রাখা একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সোমবার সাড়ে রাত ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুরে একটি চলন্ত পিকআপে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। তবে পিকআপটির পেছনের অংশ পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক দগ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ হতে রংপুর রুটে চলাচলকারী আলট্রা মডার্ন বাসে থাকা যাত্রী ডেকোরেটর শ্রমিক ফারুক জানান, আলট্রা মডার্ন কোম্পানির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫১৮) কালীরবাজার এলাকায় পৌঁছামাত্র ৬-৭ দুর্বৃত্ত বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে চালক জাহাঙ্গীর আলম বাবু (৩৫) দগ্ধ হয়েছেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপুল রেলগেট এলাকায় পণ্য বোঝাই ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত পুরানাপুল এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে হিলি থেকে জয়পুরহাট আসার সময় চাল ও আলু বোঝাই ২টি ট্রাকের গতিরোধ করে এবং চালকদের নামিয়ে দিয়ে ট্রাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ওদিকে, জয়পুরহাটে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘সাক্ষর’ নামের যাত্রীবাহী বাস জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘বানিয়াপাড়া’ এলাকায় পৌঁছুলে ২টি মোটরসাইকেল যোগে ৫/৬ জনের দুর্বৃত্ত ওই স্থানে প্রথমে মোটরসাইকেল দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের গতিরোধ করে। এ সময় যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাই নবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে ৭ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের অদূরে কলাবাড়ির বাঁশপট্টি নামক স্থানে দুর্বৃত্তরা একটি কার্ভাডভ্যানে পেট্রলবোমা ছুড়লে কাভার্ড ভ্যানের চালক শিপন (২৭) আগুনে পুড়ে নিহত হয়। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন হেলপার সাকিল (১৭)। অগ্নিদগ্ধ সাকিলকে প্রথমে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিপনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পোখিরা গ্রামের আবদুল মান্নানের ছেলে। শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। জানা গেছে, ভোররাত ৫টার দিকে নবীউল্লাহ কার্গো সার্ভিসের একটি খালি কার্গো ট্রাক (ঢাকা- মেট্রো-ট-১১-১৮৯৩) সোনামসজিদের দিকে যাচ্ছিল। পথে কানসাটের বাঁশপট্টি এলাকায় দুর্বৃত্তরা কার্গোটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে।
ওদিকে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আরও দুটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাক দুটি আগুনে পুড়ে যায়। এর মাত্র দেড় ঘণ্টা আগে কানসাট ক্যাটেল করিডরের কাছে আর একটি খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করলে সেটিও পুড়ে যায়। এদিকে চাঁপাই নবাবগঞ্জ শহরের শান্তিমোড় ও হরিপুর এলাকায় আরও তিনটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় দুটি ট্রাকে ভাঙচুর চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শান্তিমোড়ে ককটেল বিস্ফোরণ করে একটি ট্রাকের গতিরোধ করে অবরোধকারীরা। পরে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে হরিপুরের একটি পেট্রলপাম্পের সামনে আরও দুটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় দুটি ট্রাকে ভাঙচুর চালানো হয়।
এদিকে দুর্বৃত্তদের গ্রেপ্তারে সকাল থেকেই যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর জানিয়েছেন, অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, যতক্ষণ পর্যন্ত হামলাকারীরা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, দাউদকান্দিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঢাকা-হোমনা পরিবহনের একটি মিনিবাস পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় দাউদকান্দি থানায় একটি জিডি এন্ট্রি করেছেন গাড়ির মালিক। বাসের মালিক মিজানুর রহমান জানান, ঢাকা-হোমনা পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্রো ১৪-২২৬৯) রোববার রাত ১১টার দিকে চালক ও হেলপার তার বাড়ির সামনে রেখে চলে যান। রাত ২টার দিকে হঠাৎ করে মিনিবাসটির চারদিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন চিৎকার করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান: রংপুরে সোনালী ব্যাংক জোনাল শাখার সামনে ও দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গতকাল সকাল ১০টায় কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এতে আহত হয়েছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকরামের ভাই মনসুর আলমসহ ৪ জন। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী ঘটনাস্থল পরিদর্শন করেন। দফায় দফায় ককটেল বিস্ফোরণে রংপুর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওদিকে নাশকতার অভিযোগে পুলিশ ৮টি ককটেলসহ ১০ জামায়াত-শিবির ও ১৭ বিএনপিকর্মীসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন এলাকা থেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে দু’যুবক এসে সোনালী ব্যাংক রংপুর করপোরেট শাখার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর পরপরই স্টেশন রোড়ে অবস্থিত রংপুর দুদক কার্যালয়ের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে। এদিকে সোমবার রাতে নগরীর কামারপাড়া এলাকায় মাহিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি জানান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে জানান, মাইজদীর নতুন বাসস্ট্যান্ডে একটি মিনিবাস ও দত্তেরহাট বাজার এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস চৌমুহনী বাজার থেকে জেলা শহর মাইজদী আসার পথে শহরের চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ৫-৬ জন লোক যাত্রীদের বাস থেকে নামিয়ে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি অনেকাংশ পুড়ে যায়। অন্যদিকে, শহরের সোনাপুর-মাইজদী সড়কের দত্তেরহাট বাজার এলাকায় সকাল ৬টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। সুধারাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা চোরাগোপ্তা হামলা চালিয়ে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটাচ্ছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বাজারে সোমবার রাতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী বিভিন্ন লিফলেট ও বই পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গতকাল ভোরে জেলার বাকি ৪ উপজেলার বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষকদলের সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার আলী (৫৫) কে মিরপুর থানা পুলিশ আটক করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়েতে ইসলামের কর্মপরিষদ সদস্য মাসুম মোস্তফাকে ডিবি পুলিশ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে গেপ্তার করেছে। নেত্রকোনা ডিবির ওসি একেএম কাউসার আহমেদ জানান, নাশকতা সৃষ্টির পাঁয়তারাসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে জানান, গতকাল বিকালে যৌথবাহিনী বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার বাসা তল্লাশি করেছে। এ সময় হেনাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জেলায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাসা তল্লাশি করে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকে পেট্রলবোমায় চালক ও তার সহকারী আহত হয়েছেন।











