শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়লা ধুইলে ময়লা যায় না ক্রাইম রোড থেকে বাদ পড়লেন প্রভা

prova-400x239বিনোদন প্রতিবেদক : প্রবাদ আছে, কয়লা ধুইলে ময়লা যায় না স্বভাব যায় না মরলেও। কথাটা যেন খাপে খাপে মিলে যায় প্রভার ক্ষেত্রে। দুর্নাম ও সমালোচনার শীর্ষে থাকা টিভি অভিনেত্রী অনিয়ম ও মিথ্যাচারের অভিযোগে সায়মন তারিকের নতুন ছবি ক্রাইম রোড থেকে বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেরা নাচিয়ে শায়লা সাবি। সায়মন তারিকের এই ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন আনিসুর রহমান মিলন। প্রভার একটি পর্নোগ্রাফিকে কেন্দ্র করে এক সময় তার সঙ্গে কাজ করতে কেউ সম্মত হতো না। অনেক কাঠখড় পুড়িয়ে এক সময় তিনি টিভি মিডিয়ায় ফিরে আসেন। ফিওে এসেছেন ঠিকই। কিন্তু দর্শকের কাছে আগের সেই সুনাম ও জনপ্রিয়তা তিনি উদ্ধার করতে পারেননি। এই পরিস্থিতিতেই তাকে আবার গ্ল্যামার জগতে কর্ম্যােক্ষম ও প্রতিষ্ঠিত করার জন্য বেশ ক’জন নির্মাতা উদ্যোগ নেন। তার মধ্যে চিত্রনির্মাতা সায়মন তারিকও একজন। জানা গেছে, প্রভা ক্রাইম রোড ছবিটি করার জন্য পরিচালকের সঙ্গে বিস্তারিত কথা বলে চূড়ান্ত করেন। তারই ধারাবাহিকতায় এ ব্যাপারে সংবাদ প্রচার হয়। এরপর আরো কথা বলার জন্য তিনি পরিচালককে তার একটি নাটকের লোকেশনে পূবাইল যেতে অনুরোধ করেন। প্রযোজকসহ পরিচালক পূবাইল লোকেশনে পৌঁছার পর জানতে পারেন, সেদিন পূবাইলে তার কোনও শুটিং নেই। সায়মন তারিক দুঃখ করেই বললেন, সময় দিয়ে থাকতে পারেননি, জানাবারও দরকার মনে করেননি। তার এই আচরণ থেকে আমার মনে হয়েছে অল্পতে রক্ষা পাওয়া ভালো। তার সঙ্গে প্রোজেক্ট নিয়ে জড়িয়ে গেলে ভোগান্তি হতে পারে। এছাড়া তিনি আমার কাছে ছবিটির চিত্রনাট্য চেয়েছেন। সেটাতো তাকে আমি দিব না। তিনি তার চরিত্রটি জানার অধিকার রাখেন। আমার পুরো চিত্রনাট্য জানার তার কোনও অধিকার নেই। কারণ ছবিটি বাণিজ্যিক।
সায়মন তারিক এভাবেই সিদ্ধান্ত নিলেন প্রভার বিষয়ে। কিন্তু প্রভা কিছুদিন আগেও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার কথা পত্র-পত্রিকায় আগ্রহের সঙ্গে প্রচার করেছেন। তিনি এমন কথাও বলেছেন চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার যা যা করা দরকার তিনি তাই করবেন। কার্যত তিনি যদি তার আচরণ বদল করতে না পারেন তাহলে কোন কিছুতেই কিছু হবে না। এমন কি আরেকটি নতুন পর্নো ভিডিও তৈরি করেও কিছু হবে না। বাণিজ্যিক মাধ্যম হিসেবে এখানে বড় অংকের লগ্নী থাকে বলে এখানকার আচরণও অনেকটা কঠোর।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ